আফগানিস্তান

৪৫ হাজারের বেশি প্রাণ ঝরে গেছে

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি নতুন পরিসংখ্যান দিয়ে বলেছেন, ২০১৪ সাল থেকে শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য নিহতের সংখ্যা এখন পযর্ন্ত ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। নিহতের এ সংখ্যা আগের অনুমানের চেয়েও অনেক বেশি। গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট ঘানি ২০১৫ সাল থেকে আফগান নিরাপত্তা বাহিনীর ২৮ হাজারের বেশি সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। এবারের পরিসংখ্যানটি ঘানি তুলে ধরেছেন সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অথৈর্নতিক ফোরামের এক ভাষণে। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট হওয়ার পর (২০১৪) থেকে... আফগান নিরাপত্তা বাহিনী ৪৫ হাজারের বেশি সদস্য খোয়ানোর মধ্য দিয়ে চরম আত্মত্যাগ করেছে।’ তিনি বলেন, ‘অথচ বিদেশি সেনা নিহতের সংখ্যা ৭২ জনের কম। এতেই বোঝা যায় লড়াইটা আসলে কারা লড়ছে।’ ২০১৪ সালে বেশিরভাগ বিদেশি সেনা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর থেকে রেকডর্সংখ্যক আফগান পুলিশ এবং সেনা নিহত হয়েছে। উল্লেখ্য, দু’দিন আগেই আফগানিস্তানে একটি সেনাঘঁাটিতে তালেবানের এক হামলায় নিরাপত্তা বাহিনীর ৪০ জনের বেশি সদস্য নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ঘানি এ বাহিনীতে প্রাণহানির ওই হিসাব দিলেন। সংবাদসূত্র : বিবিসি