ট্রাম্পের সহযোগী রজার গ্রেপ্তার

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীঘির্দনের রাজনৈতিক সহযোগী ও মিত্র রজার স্টোনকে ফ্লোরিডায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা সংস্থা এফবিআই। মাকির্ন বিশেষ তদন্ত কমর্কতার্ রবাটর্ মুয়েলারের রাশিয়া বিষয়ক তদন্তের আওতায় সাতটি অভিযোগে স্টোনকে গ্রেপ্তার করা হয়েছে। রজার স্টোনের বিরুদ্ধে সরকারি কমর্প্রক্রিয়ায় বাধ সাধা, মিথ্যা বিবৃতি দেয়া এবং প্রত্যক্ষদশীর্র সাক্ষ্য বদলের অভিযোগ আনা হয়েছে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিবার্চনে ডেমোক্রেট দলীয় কমর্কতাের্দর ই-মেইল হ্যাকিংয়ের ঘটনায় রাশিয়ার হাত থাকার অভিযোগের সঙ্গে রজারের বিরুদ্ধে আনা ওই অভিযোগগুলোর সংশ্লিষ্টতা রয়েছে। এদিকে, রজার কয়েক মাস ধরে তদন্তাধীনে থাকলেও সবসময়ই নিজেকে নিদোর্ষ দাবি করে এসেছেন। ২০১৭ সালের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা নেয়ার পর থেকে একের পর এক গ্রেপ্তার হচ্ছেন তার উপদেষ্টারা। সে তালিকায় স্টোনই সবের্শষ সংযোজন। সংবাদসূত্র : বিবিসি নিউজ