লাদাখ সীমান্তের পরিস্থিতি ঝুঁকিপূর্ণ :ভারত

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
পশ্চিম হিমালয়ের ভারত-চীন সীমান্তের লাদাখ অঞ্চলের পরিস্থিতি 'ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ' বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, সীমান্তের কিছু কিছু জায়গায় দুই দেশের সেনারা প্রায় মুখোমুখি অবস্থানে রয়েছেন। শনিবার 'ইনডিয়া টুডে'র একটি সম্মেলনে এমন কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী। তিনি বলেছেন, 'আমার ধারণা অনুযায়ী, পরিস্থিতি এখনো খুবই ভঙ্গুর অবস্থায় রয়েছে, কারণ কিছু জায়গায় আমাদের সেনারা (চীনের সেনাদের) খুব কাছে অবস্থান করছে, সামরিকভাবে এটি খুবই ঝুঁকিপূর্ণ।' সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি নিউজ, রয়টার্স ২০২০ সালের মাঝামাঝি হিমালয় অঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৪ সেনা নিহত হয়েছিল। কয়েক দফা কূটনৈতিক ও সামরিক পর্যায়ের আলোচনার পর সেখানকার পরিস্থিতি আপাতত শান্তই দেখা যাচ্ছে। গত বছরের ডিসেম্বরে পূর্বাঞ্চলের অনির্ধারিত সীমানায় পারমাণবিক শক্তিধর দুই এশীয় জায়ান্টের মধ্যে সহিংসতা দেখা গেলেও সেখানে কোনো মৃতু্যর খবর পাওয়া যায়নি। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই আলোচনার মাধ্যমে তা উপশম করা হয়। জয়শঙ্কর বলেছেন, 'পরিস্থিতি এখনো খুব নাজুক রয়ে গেছে, কারণ এমন কিছু জায়গা আছে, যেখানে আমাদের উভয় পক্ষের মোতায়েন করা সেনারা খুব কাছাকাছি অবস্থান করছে। সামরিক দিক থেকে এটা বেশ বিপজ্জনক।' চীনের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ২০২০ সালের সেপ্টেম্বরে তিনি যে সমঝোতায় পৌঁছেছিলেন তার নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সীমান্ত বিরোধ না মেটা পর্যন্ত ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরবে না বলেও মন্তব্য করেছেন তিনি। জয়শঙ্কর বলেন, 'যেসব সমঝোতা হয়েছিল, তা বাস্তবায়ন করার কথা চীনের, কিন্তু তা তারা এখনো করেনি।' অবশ্য অনেক এলাকা থেকে উভয় পক্ষ সেনা সরিয়ে নিয়েছে, অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও চলছে, বলেছেন তিনি। জংশঙ্কর বলেন, 'আমরা চীনকে এটা পরিষ্কারভাবে ?বুঝিয়ে দিয়েছি যে, শান্তি এবং শান্তিভঙ্গ একসঙ্গে চলতে পারে না। আপনি চুক্তি লঙ্ঘন করবেন এবং কিছুই হয়নি এমনভাবে বাকি সম্পর্ক চলুক, তা চাইবেন, এটা হতে পারে না। এটা সমর্থনযোগ্যও নয়।'