মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
walton

অবশেষে ফেসবুকে ফিরলেন ট্রাম্প

যাযাদি ডেস্ক
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০
ফেসবুকে ট্রাম্পের পোস্ট

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে দাঙ্গার পর প্রথমবারের মতো ফেসবুকে পোস্ট করেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই পোস্টে তিনি লিখেছেন- 'আই অ্যাম ব্যাক' বা 'আমি ফিরেছি'।

ক্যাপিটল দাঙ্গার পর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নতুন পোস্টের সঙ্গে ১২ সেকেন্ডের একটি ভিডিও জুড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ভিডিওর সঙ্গে সব বড় অক্ষরে তিনি লিখেছেন 'আই অ্যাম ব্যাক'।

ইউটিউবও জানিয়েছে, তারাও ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে।

২০২১ সালে ডোনাল্ড ট্রাম্পকে ফেসবুকে নিষিদ্ধ করার সময় ফেসবুকের বক্তব্য ছিল, ট্রাম্পের আচরণ ছিল সংস্থাটির নিয়মকানুনের চরম লঙ্ঘন।

তবে ট্রাম্প দাবি করেছিলেন, ফেসবুকের এই পদক্ষেপ সেই কোটি কোটি মানুষকে অপমান করা, যারা তাকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন।

ফেসবুকের বাইরে ডোনাল্ড ট্রাম্প টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাট, টুইচ এবং আরও কয়েকটি সামাজিক মাধ্যমেও নিষিদ্ধ হন। এসব মাধ্যমে নিষিদ্ধ হওয়ার পর নিজের পস্ন্যাটফরম 'ট্রুথ সোস্যালে' সক্রিয় হন তিনি। সংবাদসূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে