পুতিনের পরোয়ানাকে 'টয়লেট পেপার' বললেন মেদভেদেভ

প্রকাশ | ১৯ মার্চ ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে 'টয়লেট পেপার' হিসেবে ব্যবহার করা যাবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এক টুইটে তিনি আইসিসির এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কৌতুক করেছেন। সংবাদসূত্র : এএফপি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও বিষয়টিকে অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন। পেসকভ বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আসলে অকার্যকর। কারণ এই আদালতকে স্বীকৃতিই দেয় না মস্কো। ফলে এই আদালতের যে কোনো সিদ্ধান্তই অর্থহীন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কোর কাছে আইসিসির সিদ্ধান্তের কোনো মূল্য নেই। এক 'টেলিগ্রাম' পোস্টে মারিয়া জাখারোভা বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধিকে রাশিয়া সমর্থন করে না। তবে বরাবরের মতো নিজের প্রতিক্রিয়া জানাতে সবার থেকে ভিন্নতা দেখিয়েছেন সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। মেদভেদেভ বলেন, 'আমরা সবাই জানি এই কাগজ কোথায় ব্যবহার করতে হয়।' সামাজিক মাধ্যমেও আইসিসির এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে নেটিজেনদের কৌতুক করতে দেখা গেছে।