সংসদীয় কমিটির বৈঠক

গণতন্ত্র বিপন্ন বলা মানে দেশের বিরোধিতা নয় :রাহুল

যৌন নিপীড়ন নিয়ে মন্তব্যে রাহুলের বাড়িতে পুলিশ

প্রকাশ | ২০ মার্চ ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
কংগ্রেস নেতা রাহুল গান্ধী
ম যাযাদি ডেস্ক ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সভাপতিত্বে সংসদীয় কমিটির বৈঠকে লন্ডনে করা বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস এমপির বক্তব্য, গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তোলা মানেই দেশ বিরোধিতা নয়। শনিবার জি-২০ সংক্রান্ত কমিটির ওই বৈঠক বেশ কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে কংগ্রেস ও বিজেপি এমপিদের তর্কবিতর্কে। সংবাদসূত্র : এবিপি নিউজ, এনডিটিভি কিছু দিন আগে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে রাহুল বলেছিলেন, 'ভারতে গণতন্ত্র এবং বিরোধী কণ্ঠস্বরকে দমন করা হচ্ছে। ভারতের গণতন্ত্র বিপন্নের মুখে। বিরোধী নেতাদের বিরুদ্ধে এমন এমন ঘটনায় মামলা হয়, যা আদৌ করা যায় না।' নিজের উদাহরণ তুলে ধরে রাহুল বলেন, 'আমার বিরুদ্ধেও মামলা হয়েছে।' রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারত ও এমপিদের অপমান করেছেন বলে এরপরই অভিযোগ তোলে বিজেপি। লোকসভায় এ নিয়ে চলছে হইচই। এক বিজেপি এমপি রাহুলের এমপি পদ বাতিলের দাবিও তুলেছেন। এমপিদের বিতর্ক, বিতন্ডা শনিবার ঢুকে পড়ে জি-২০ নিয়ে সংসদীয় কমিটির বৈঠকেও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্যানেলের বৈঠকে রাহুল জানান তিনি গণতন্ত্রের অবস্থার কথা তুলে ধরেছিলেন। এবং কোনো বিদেশি পদক্ষেপ ছাড়া ভারত নিজেই সেই সমস্যার সমাধান করবে বলেও জানিয়েছিলেন। এরপর আরও কিছু বলতে যান রাহুল। কিন্তু তাকে বাধা দেন বিজেপি এমপিরা। তারা দাবি করতে থাকেন- রাহুল যাই বলুন, তিনি দেশকে বিদেশের মাটিতে অসম্মান করে এসেছেন। কিন্তু কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে যুক্তি দেন, 'রাহুল গান্ধী লন্ডনে বলেছিলেন, দুর্বল গণতন্ত্র ভারতের অভ্যন্তরীণ সমস্যা। এর সমাধান আমরা খুঁজব। এই কথাকে তো স্বাগত জানানো উচিত। ক্ষমা তো প্রধানমন্ত্রী মোদির চাওয়া উচিত। যিনি বিদেশে গিয়ে দেশের অপমান করেছেন।' বিজেপি সূত্রে খবর, পরিস্থিতি অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা দেখে এগিয়ে আসেন প্যানেলের চেয়ারম্যান পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং। জয়শঙ্কর রাহুলকে শুধু জি-২০ বৈঠকের বিষয়েই মন্তব্য করতে অনুরোধ করেন। বিজেপি এমপিদেরও তিনি বলেন এ সংক্রান্ত বিষয় পার্লামেন্টেই আলোচনা করতে। যৌন নিপীড়ন নিয়ে মন্তব্যে রাহুলের বাড়িতে পুলিশ নারীরা এখনো যৌন নিপীড়নের শিকার হচ্ছে, 'ভারত জোড়ো যাত্রায়' রাহুল গান্ধীর করা এই মন্তব্য শুনতে কংগ্রেস নেতার বাসভবনে রোববার হানা দিয়েছে দিলিস্ন পুলিশ। যৌন নিপীড়ন নিয়ে রাহুলের সঙ্গে কথা বলা নারীদের সম্পর্কে বিস্তারিত জানতে পুলিশ বৃহস্পতিবার কংগ্রেসের সাবেক সভাপতিকে নোটিশ দিয়েছিল। এরই প্রেক্ষিতে এদিন একদল পুলিশ রাহুলের ১২ তুঘলক লেনের বাড়িতে যায়। ঘণ্টাখানেকের বেশি সময় থাকার পর পুলিশের দলটি রাহুলের বাড়ি ছাড়ে, এরপর কংগ্রেসের সাবেক সভাপতিকেও একটি গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট বিবেচনায় নিয়ে রাহুল গান্ধীকে একটি প্রশ্নপত্র পাঠিয়েছিল পুলিশ; কংগ্রেস নেতা এখন পর্যন্ত সেসব প্রশ্নের জবাব দেননি।