দুনীির্তবিরোধী অভিযানের সমাপ্তি ঘোষণা সৌদির

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
যুবরাজ মোহাম্মদ বিন সালমান
এক বছর আগে শুরু হওয়া দুনীির্তবিরোধী অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে সৌদি আরব। বুধবার দেশটির রাজকীয় আদালত এ তথ্য জানিয়েছে। ২০১৭ সালের শেষ দিক থেকে শুরু হওয়া এ অভিযানে দেশটির কয়েকশ যুবরাজ (প্রিন্স), ধনকুবের ও শীষর্ ব্যবসায়ী ধরপাকড়ের শিকার হয়েছিলেন। ‘ক্রাউন প্রিন্স’ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ?ওই অভিযান শুরু করেছিলেন। অভিযানে নগদ অথর্ ও সম্পত্তিসহ ১০ হাজার ৬০০ কোটি কোটি ডলারের বেশি সম্পদ জরিমানা হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কমর্কতার্রা। তারা জানিয়েছেন, অভিযোগ স্বীকার করা ৮৭ জনের সঙ্গে ফয়সালার মাধ্যমে সমস্যা মেটানো হয়েছে, ফয়সালায় রাজি না হওয়া আট জনকে সরকারি কৌঁসুলির জিম্মায় দেয়া হয়েছে এবং অপরাধের অভিযোগ সাব্যস্ত না হওয়ায় অপর ৫৬টি মামলার নিষ্পত্তি বাকি আছে। অভিযান শুরুর পর দুই শতাধিক যুবরাজ, মন্ত্রী ও ব্যবসায়ীকে আটক করে রাজধানী রিয়াদের রিৎজ-কালর্টন হোটেলে রাখা হয়। সমঝোতার মাধ্যমে ওই সময় আটককৃতদের মুক্তির বিনিময়ে আদায় করা হয় ১০৬ বিলিয়ন মাকির্ন ডলার। কিন্তু ওই অভিযান চলার মধ্যেই গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সৌদি সাংবাদিক জামাল খাশোগি খুন হন। তারপর থেকে ওই খুনের ঘটনা নিয়ে যুবরাজ সালমান ব্যাপক চাপের মধ্যে আছেন। সংবাদসূত্র : বিবিসি