দূষণ :ব্যাংককে চার শতাধিক স্কুল বন্ধ

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
রাজধানী ব্যাংককে বিষাক্ত ধেঁায়ার কারণে চার শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করেছে থাই কতৃর্পক্ষ। বায়ু দূষণের ক্ষতি থেকে শিশুদের বঁাচাতেই এই পদক্ষেপ নিয়েছে কতৃর্পক্ষ। এ যাবতকালের সবচেয়ে খারাপ বায়ু দূষণের কবলে পড়েছে ব্যাংকক। বাতাসে পিএম ২ দশমিক ৫-এর মাত্রা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যানবাহন থেকে নিগর্ত ধেঁায়া, নিমার্ণকাজ, ফসলের নাড়া পোড়ানো ও কারখানা থেকে নিগর্ত বিষাক্ত পদাথর্ মিলে এ ধেঁায়াশা তৈরি হয়েছে। বায়ুদূষণ কমাতে নানা চেষ্টা করলেও এ পযর্ন্ত সবই ব্যথর্ই হয়েছে। সংবাদসূত্র : বিবিসি