সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
অবশেষে লেবাননে নতুন সরকার যাযাদি ডেস্ক প্রায় ৯ মাস রাজনৈতিক দোলাচলের পর অবশেষে নতুন সরকার পেতে যাচ্ছে লেবানন। দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি নতুন মন্ত্রিসভা ঘোষণার পর বলেন, ‘আমাদের এখন পুরনো সব ভুলে কাজ করতে হবে।’ ২০১৮ সালের মে মাসে লেবাননে জাতীয় নিবার্চন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু প্রতিটি ধমীর্য় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সরকার গঠনের যে বিধান দেশটিতে রয়েছে, তা মেনে এতদিন পযর্ন্ত সরকার ঘোষণা করা সম্ভব হয়নি। শেষ পযর্ন্ত প্রতিদ্ব›দ্বী প্রায় সব দলের প্রতিনিধিত্ব রেখেই গঠন করা হয়েছে নতুন সরকারের মন্ত্রিসভা। ঐকমত্যের সরকারে ৩০ সদস্যের মন্ত্রিসভায় থাকছেন চারজন নারী সদস্য। এর মধ্যে প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পেয়েছেন একজন নারী। বৃহস্পতিবার লেবাননের নতুন এই সরকার ঘোষণা করা হয়। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন হারিরি। ধ্বংসের মুখে থাকা লেবাননের অথর্নীতিকে পুনরুদ্ধার করে ঋণের বোঝা কমানোটাই হবে দেশটির নতুন সরকারের প্রথম ও প্রধান চ্যালেঞ্জ। বতর্মানের তাদের ঋণ জিডিপির ১৫০ শতাংশ। লেবাননে মূলত সরকার গঠন করতে হয় ধমীর্য় প্রতিনিধিত্ব নিশ্চিত করে। যেন সব ধমের্র মধ্যে ক্ষমতার বণ্টন সম্ভব হয়। তাছাড়া দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও স্পিকারকে পৃথক ধমীর্য় সম্প্রদায়ের হতে হয়। সংবাদসূত্র : বিবিসি দুঘর্টনায় যুদ্ধবিমান ২ পাইলট নিহত যাযাদি ডেস্ক ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এর দুই পাইলট নিহত হয়েছেন। ব্যাঙ্গালুরুতে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ‘হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটিড’র (হ্যাল) নিয়ন্ত্রণাধীন বিমানবন্দরে এ দুঘর্টনা হয়। এতে মিরেজ-২০০০ এর দুই পাইলটই নিহত হন। যান্ত্রিক গোলযোগের কারণেই বিমানটি দুঘর্টনা পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কমর্কতার্ জানিয়েছেন, ‘বিমানবাহিনীর দুই চালক, স্কোয়াড্রন লিডার সমীর অ্যাবরল এবং স্কোয়াড্রন লিডার সিদ্ধাথর্ নেগি ব্যাঙ্গালুরুর হ্যাল বিমানবন্দরে মিরেজ-২০০০ ট্রেইনার এয়ারক্রাফট দুঘর্টনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত দুই পাইলট ১৯৮৫ সালে ভারতীয় বিমানবাহিনীতে যোগ দেন। দেশটির বিমানবাহিনীতে এখনো ৫০টির মতো মিরেজ-২০০০ যুদ্ধবিমান আছে। ফরাসি প্রতিষ্ঠান দাসোর তেরি বিমানগুলোর আধুনিকায়নের কাজ চলছিল। একটিমাত্র ইঞ্জিনবিশিষ্ট হাল্কা ওজনের এই বিমানটি ভারতে সাধারণত প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়। শুক্রবার সকালে হ্যালের রানওয়ে থেকে সেটি রওনা দেয়ার কথা ছিল। কিন্তু ওড়ার আগেই রানওয়ের ওপর মুখ থুবড়ে পড়ে বিমানটি। স ংবাদসূত্র : এবিপি, এনডিটিভি ৬০০ ভারতীয় ছাত্র আটক যুক্তরাষ্ট্রে যাযাদি ডেস্ক বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করার অভিযোগে ৬০০ ভারতীয় শিক্ষাথীর্ আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, অভিবাসন নিয়মের তোয়াক্কা না করেই তারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। বৃহস্পতিবার ‘আমেরিকান তেলুগু অ্যাসোসিয়েশন’র পক্ষ থেকে বলা হয়, মাকির্ন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোসের্মন্ট এজেন্সির তল্লাশিতেই ধরা পড়েন এই ৬০০ ছাত্র। বুধবার ডেট্রয়েটে এক মামলার শুনানিতে মাকির্ন অভিবাসন বিভাগ জানায়, বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিদেশি শিক্ষাথীের্দর ধরতে তারা মিশিগানের ফামির্ংটন হিলসে একটি ভুয়া বিশ্ববিদ্যালয় চালু করে। যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন কয়েকজন প্রবাসী ভারতীয় নাগরিক এবং কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত। সংবাদসূত্র : পিটিআই এবার উড়ন্ত ট্রেন আনছে চীন যাযাদি ডেস্ক প্রথমবারের মতো উড়ন্ত ট্রেন নিয়ে আসছে চীন। পরিবহন প্রযুক্তিকে কাজে লাগিয়ে আসছে ‘স্কাইট্রেন’ নামের উড়ন্ত ট্রেন। পূবর্চীনের শ্যানডং অঞ্চলের কিংডাওতে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয় নতুন ট্রেনটিকে। সাধারণ ভ‚গভর্স্থ ট্রেনগুলোর থেকে তিনগুণ বেশি পরিষেবা দেবে এই স্কাইট্রেন। এমনটাই মনে করছেন চিনা প্রকৌশলীরা। আকাশপথে ট্রাফিক জ্যামের সমস্যাও অনেক কম থাকবে। ফলে, যাত্রীরা দ্রæত পেঁৗছাতে পারবেন গন্তব্যে। এ ছাড়া, ট্রেনটির নানাবিধ সুবিধা বাজারে ট্রেনটির চাহিদাও বাড়াবে অনেকাংশে। যা বাড়াবে বাণিজ্যিক লভ্যাংশকে, সমৃদ্ধ করবে দেশের আয়কে। যাত্রাপথের পাহাড়ঘেরা মনোরম পরিবেশ যাত্রীদের এক অনন্য অনুভ‚তি দেবে বলে মনে করছে কতৃর্পক্ষ। যাত্রীরা ‘স্কাইট্রেন’র পরিষেবাটি পেতে চলেছেন সিআরআরসি কিংডাও সিফ্যাং কোম্পানি লিমিটেডের দৌলতে। ৫১০ জন যাত্রী একসঙ্গে চড়তে পারবেন ট্রেনটিতে। ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ছুটবে এই ট্রেন। আধুনিক ‘পামাের্নন্ট ম্যাগনেন্ট মোটর’ টেকনোলজিকে ব্যবহার করে তৈরি করা হয়েছে এই আধুনিক ট্রেন। সংবাদসূত্র : সিনহুয়া