হিমায়িত প্যান্ট

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
তীব্র শীতে বিপযর্স্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল। হাড় কঁাপানো ঠাÐায় কয়েকটি রাজ্যে এখন পযর্ন্ত অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার শৈত্যপ্রবাহের (পোলার ভটের্ক্স) তাপমাত্রা মাইনাস ৫৬ ডিগ্রি ফারেনহাইটে নেমে এসেছিল বলে জানা গেছে। এমন শীত সাম্প্রতিক বছরগুলোতে আর দেখা যায়নি। এরই মধ্যে মিনেসোটা রাজ্যের সেইন্ট অ্যান্থনি শহরের বরফে আচ্ছাদিত একটি বাড়ির সামনে প্রচÐ ঠাÐায় ঠঁায় দঁাড়িয়ে থাকা মনুষ্যবিহীন হিমায়িত প্যান্টগুলো দেখলেই বুঝা যায় অবস্থা কতটা ভয়াবহ! Ñরয়টাসর্