ফিলিস্তিনিদের সব ধরনের সহযোগিতা বাতিল যুক্তরাষ্ট্রের

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকায় সব ধরনের সহযোগিতা বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবিরোধী নতুন একটি আইনের আওতায় এই পদক্ষেপ নিয়েছে দেশটি। সংবাদসূত্র : বিবিসি নতুন পদক্ষেপ অনুযায়ী ফিলিস্তিনি নিরাপত্তা সেবার জন্য যুক্তরাষ্ট্রের বাষির্ক ৬০ মিলিয়ন ডলার বাতিল করা হয়েছে। এর আগে ফিলিস্তিনিদের আরও কয়েকটি তহবিল বাতিলের ঘটনাকে সমথর্ন জানিয়েছে ইসরাইল। সহযোগিতা বন্ধের ঘটনায় ফিলিস্তিনি কমর্কতার্রা উদ্বেগ প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে, এরপর পশ্চিম তীরের পরিস্থিতি বদলে যেতে পারে। গত বছর কংগ্রেসে পাস হওয়া অ্যান্টি-টেরোরিজম ক্লারিফিকেশন অ্যাক্ট বা এটিসিএ বিলে মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছেন। সম্প্রতি তা কাযর্কর হয়েছে। এই আইনের ফলে মাকির্ন নাগরিকরা তাদের সহযোগিতা পাওয়া কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার অভিযোগে মামলা দায়ের করতে পারে। ফিলিস্তিনি কতৃর্পক্ষের জ্যেষ্ঠ কমর্কতার্ সায়েব এরেকাত জানান, তারা মাকির্ন পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠিয়ে এই আথির্ক সহযোগিতা বন্ধের আহŸান জানিয়েছেন। তিনি বলেন, ‘সহযোগিতা গ্রহণের ফলে যদি আমাদের আদালতে যেতে হয়, তাহলে ওই অথর্ আমরা চাই না।’