অথর্ পাচার মামলা

প্রিয়াঙ্কার স্বামী পেলেন আগাম জামিন

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
রবাটর্ ভদ্রা
অথর্ পাচারের একটি মামলায় দিল্লির আদালত থেকে ১৬ ফেব্রæয়ারি পযর্ন্ত আগাম জামিন পেয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী ব্যবসায়ী রবাটর্ ভদ্রা। শনিবার এই জামিন দেয়া হয়। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পাটির্র সভাপতি রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা সম্প্রতি মূলধারার রাজনীতিতে যোগ দিয়েছেন। লন্ডনে প্রায় ২০ লাখ পাউন্ডের একটি সম্পদ কেনার সময় রবাটর্ অথর্ পাচার করার অভিযোগে ভারতের আইনপ্রয়োগকারী সংস্থা ‘ডিরেক্টরেট অব ইনফোসের্মন্ট’ তার বিরুদ্ধে ওই মামলা দায়ের করেছে। অভিযোগ অস্বীকার করে প্রিয়াঙ্কা বলেন, নিবার্চনের বছরে হেনেস্তা করতে এই মামলা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। গান্ধী পরিবারের জামাতা হওয়ায় নরেন্দ্র মোদি সরকার এর আগেও রবাটের্র বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন বলে জানান তার আইনজীবী কেটিএস তুলসি। তিনি বলেন, ‘২০১৬ সাল থেকে মামলা শুরু হয়েছে। অথচ এখনো তারা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। এসব কিছুই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আগামী ৬ ফেব্রæয়ারি তিনি দেশে আসবেন। তিনি যেকোনো তদন্তের জন্য প্রস্তুত।’ রবাটের্র ঘনিষ্ঠ সহযোগী এই মামলার আরেক আসামি মনোজ আরোরা আগেই জামিন নিয়েছেন। তদন্ত কমর্কতার্রা বলেন, ‘মনোজ এই মামলার অন্যতম আসামি। তিনি বিদেশে রবাটের্র অঘোষিত সম্পদের বিষয়ে সব কিছু জানতেন। এ ছাড়া ওই সম্পদ কেনার জন্য প্রয়োজনীয় অথর্ তিনিই জোগাড় করে দিয়েছিলেন।’ সংবাদসূত্র : এনডিটিভি