মুখ ঢেকে আর বিক্ষোভ করা যাবে না

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মুখ ঢেকে বিক্ষোভ বন্ধে পালাের্মন্টে উত্থাপিত একটি বিলে অনুমোদন দিয়েছেন ফ্রান্সের এমপিরা। বিলটিতে বিক্ষোভ চলাকালে মুখোশ ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার এই বিলের অনুমোদন দেয় ফরাসি পালাের্মন্ট। বিলটিতে মুখোশধারী বিক্ষোভকারীদের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, মুখোশ পরে অথবা মুখ ঢেকে বিক্ষোভে অংশ নিলে এক বছরের কারাদÐ এবং ১৭ হাজার ২০০ ডলার জরিমানা করা হবে। গত দুই মাস ধরে দেশটিতে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা বিক্ষোভ করছে। পুলিশের সঙ্গে সংঘষের্ দুই হাজার সমথর্ক আহতও হয়েছে। অন্যদিকে, সড়ক অবরোধ করতে গিয়ে প্রাণ হারিয়েছে প্রায় ১০ জন। ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, তিনি লাখো মানুষের দাবিকে অগ্রাহ্য করছেন। অন্যদিকে, ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। সংবাদসূত্র : রয়টাসর্