সেনাঘঁাটিতে সন্ত্রাসী হামলা, নিহত ১

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
দক্ষিণ-পূবর্ ইরানে আধাসামরিক বাহিনী বাসিজের একটি ঘঁাটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত একজন নিহত ও পঁাচজন আহত হয়েছেন। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই হামলার খবর দিয়েছে। অবশ্য, হামলার বিস্তারিত জানায়নি তারা। আর কারা এই হামলা করেছে, সেটাও নিশ্চিত হওয়া যায়নি। সিস্তান-বেলুচিস্তান প্রদেশের নিক শাহর শহরে হামলাটি হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। শহরটিতে দীঘির্দন ধরেই মাদক চোরাকারবারি ও সুন্নি জঙ্গিদের তৎপরতা বিদ্যমান। উল্লেখ্য, আধাসামরিক বাসিজ বাহিনী ইরানের প্রভাবশালী রেভ্যুলিউশনারি গাডের্র অংশ। শনিবার সকালে ঘঁাটিতে পতাকা উত্তোলনের সময় ওই হামলার ঘটনা ঘটে বলে ইরানি বাতার্ সংস্থা ‘ফাসর্’ জানিয়েছে। গত বছরের ডিসেম্বরে ইরানের একটি বন্দরনগরীর পুলিশ সদরদপ্তরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় দুইজন নিহত ও ৪২ জন আহত হয়েছিল। সংবাদসূত্র : রয়টাসর্