তিন দিনে আমেরিকা জুড়ে বন্দুক হামলায় নিহত ১৬
প্রকাশ | ৩১ মে ২০২৩, ০০:০০
যাযাদি ডেস্ক
আমেরিকায় বন্দুক হামলা চলছেই। শুধুমাত্র 'মেমোরিয়াল ডে' উপলক্ষে তিন দিনের ছুটিতেই দেশটির বিভিন্ন স্থানে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। বিভিন্ন যুদ্ধে নিহত হওয়া মার্কিন সেনাদের স্মরণে আয়োজিত হচ্ছিল মেমোরিয়াল ডে শোভাযাত্রা। দেশটির বিভিন্ন অংশে এই শোভাযাত্রাতেই গুলির ঘটনা ঘটেছে। সংবাদসূত্র : এনবিসি নিউজ
উলেস্নখ্য, আমেরিকার হয়ে বিভিন্ন যুদ্ধে প্রাণ দেওয়া সাহসী সেনাদের স্মরণে প্রতিবছর মে মাসের শেষ সোমবার বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় মেমোরিয়াল ডে।
দেশটির মোট আটটি অঙ্গরাজ্যের সমুদ্র সৈকত, বিদ্যালয় এবং মোটর সাইকেল শোভাযাত্রায় হামলা হয়েছে। নিহতদের মধ্যে কিশোর বয়সি থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধও রয়েছেন।
মেমোরিয়াল ডে ও সাপ্তাহিক ছুটির কারণে শনি, রবি ও সোমবার ছুটি ছিল আমেরিকায়। ফলে অনেকেই পরিবারের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। এর শুরুর ও শেষের দিনে একাধিক গুলির ঘটনা ঘটেছে। এই ছুটিতে শিকাগোয় গোলাগুলিতে আটজনের বেশি লোক নিহত এবং কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে।
'পিউ রিসার্চ সেন্টার'র বিশ্লেষণ অনুসারে, মার্কিন আমেরিকায় গড়ে প্রতিদিন প্রায় ৫৭টি বন্দুক সম্পর্কিত হত্যাকান্ড ঘটে।