ভেনেজুয়েলা সংকট

ত্রাণ প্রবেশের নিশ্চয়তা চান গুইদো অন্যথায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

সময়সীমা বেঁধে দেয়া হয়েছে আগামী ২৩ ফেব্রæয়ারি পযর্ন্ত

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সীমান্তে আটকে থাকা মাকির্ন ত্রাণ সহায়তা ভেনেজুয়েলায় প্রবেশের নিশ্চয়তা চান বিরোধীনেতা হুয়ান গুইদো। ক্ষমতাসীন মাদুরো সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মঙ্গলবার রাজধানী কারাকাসে বিরোধীদের এক বিক্ষোভ সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন Ñবিবিসি
কলম্বিয়া সীমান্তে আটকে থাকা মাকির্ন ত্রাণ সহায়তা ভেনেজুয়েলায় প্রবেশের নিশ্চয়তা চান স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদো। ক্ষমতাসীন মাদুরো সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মঙ্গলবার রাজধানী কারাকাসে বিরোধীদের এক বিক্ষোভ সমাবেশে দেয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ আগামী ২৩ ফেব্রæয়ারির মধ্যে প্রবেশে সামরিক বাহিনী যেন কোনও প্রতিবন্ধকতা তৈরি না করে। অন্যথায় সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সংবাদসূত্র: আল-জাজিরা, বিবিসি গণমাধ্যমের বিবৃতিতে বলা হয়, বিরোধীদের পাশাপাশি এদিন প্রেসিডেন্ট মাদুরোর সমথর্করাও ভেনেজুয়েলার রাস্তায় অবস্থান নিয়ে দেশে বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানায়। বিপরীতে বিরোধীরা বলছেন, তারা দেশে একটি পরিবতর্ন দেখতে চান। ২৪ বছরের শিক্ষাথীর্ সোল বেটানকোটর্ বলেন, আমার জন্মের পর থেকেই দুভোর্গ ও ক্ষুধায় আত্মীয়স্বজনদের দেশ ছেড়ে চলে যেতে দেখেছি। এভাবে চলতে পারে না। এদিকে, যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণসামগ্রী যেন দেশটিতে প্রবেশ করতে পারে সেজন্য করিডোর হিসেবে ব্যবহৃত একটি ব্রিজ খুলে দিতে কারাকাসের প্রতি আহŸান জানিয়েছে ওয়াশিংটন। ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদোর অনুরোধে এসব ত্রাণ পাঠানোর উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে কলম্বিয়া সীমান্তের একটি ব্রিজ অবরোধ করে তা আটকে দেয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগত সেনারা। ত্রাণ প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রকে বরং তেলের ওপর আরোপ করা অবরোধ প্রত্যাহারের আহŸান জানিয়েছেন মাদুরো। অন্যদিকে, মাকির্ন সহায়তাকে ‘সম্মানহানি’র প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করে মাদুরো বলেন, ভেনেজুয়েলার মানুষ ভিক্ষুক নয়। ফলে ওই ত্রাণ কীভাবে ভেনেজুয়েলায় পেঁৗছাবে কিংবা আদৌ পেঁৗছাবে কি না, তা নিশ্চিত নয়।