সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
দোষী সাব্যস্ত মাদক সম্রাট গুজমান যাযাদি ডেস্ক মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট হোয়াকিন ‘এল চ্যাপো’ গুজমানকে মাদক পাচারের ১০টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়কের্র ফেডারেল আদালত। ওই ১০ অভিযোগে তার সবোর্চ্চ যাবজ্জীবন কারাদÐ হতে পারে বলে জানা গেছে। এ মামলায় বিশ্বের সবচেয়ে সংগঠিত মাদক পাচার ও অপরাধ চক্র সিনালোয়ার নেতৃত্ব দেয়া এবং সীমান্ত দিয়ে হাজার হাজার টন মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে গুজমানের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে প্রায় ১১ সপ্তাহ ধরে গুজমানের বিচার চলার পর নিউইয়কের্ ব্রæকলিনের আদালতের জুরিরা মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করার ওই রায় শুনিয়েছে। তার বিরুদ্ধে মাদক পাচার, অস্ত্র ও অথর্ পাচার, খুন, অপহরণ, নিযার্তনসহ ১০টি অভিযোগ আনা হয়েছে। সংবাদসূত্র : রয়টাসর্ সিরিয়া বিমান হামলায় নিহত ৫০ যাযাদি ডেস্ক সিরিয়ার দেইর আজ জর প্রদেশে মাকির্ন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৫০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এই প্রাণহানি হয় বলে স্থানীয় সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে গণমাধ্যমগুলো। এক কমর্কতার্ বলেন, প্রদেশের বোগোজ শহরে আইএস জঙ্গিদের লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়। হামলা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মাকির্ন জোট। উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। সিরিয়ার চলমান সংকট নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান বিপরীতধমীর্। বতর্মান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া যুক্তরাষ্ট্র। সংবাদসূত্র :বিবিসি নিউজ নাইজেরিয়া প্রেসিডেন্টের জনসভায় পদদলিত হয়ে মৃত্যু যাযাদি ডেস্ক নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির এক নিবার্চনী জনসভায় পদদলিত হয়ে কয়েকজন নিহত ও আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর পোটর্ হারকোটের্র আদোকিয়ে আমিয়েসিমাকা স্টেডিয়ামে ঘটনাটি ঘটেছে বলে মঙ্গলবার জানিয়েছেন কমর্কতার্রা। এদিন স্থানীয় সময় বিকাল ৩টার একটু পর জনসভায় ভাষণ দেন প্রেসিডেন্ট বুহারি। ভাষণ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় বহু লোক তাকে অনুসরণ করে। এ সময় বেশ কয়েকজন পড়ে যায় ও পদদলনের শিকার হয়। সংবাদসূত্র :এএফপি অ্যাপেক সম্মেলন প্রায় ৩০০ গাড়ি উধাও! যাযাদি ডেস্ক গত বছর পাপুয়া নিউ গিনিতে এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের পর থেকে প্রায় ৩০০ বিলাসবহুল গাড়ির হদিস পাওয়া যাচ্ছে না। আমদানি করা অনেকগুলো গাড়ি সম্মেলনে আগত বিশ্বনেতাদের নিয়ে রাজধানীতে ঘুরানোর জন্য তখন কমর্কতাের্দর ধার দেয়া হয়েছিল, কিন্তু সেগুলোর মধ্যে ২৮৪টি গাড়ি উধাও হয়ে গেছে বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির এক পুলিশ কমান্ডার। এসবের মধ্যে ল্যান্ডক্রুজার, ফোডর্, মাজডা ও পাজেরো গাড়ি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ডেনিস কোরকোরান। সংবাদসূত্র :বিবিসি প্রাথির্তা বাতিলে ব্যথিত থাই রাজকুমারি যাযাদি ডেস্ক আগামী মাসে থাইল্যান্ডে নিবার্চনে প্রধানমন্ত্রী পদে প্রাথির্তা নিয়ে যা ঘটেছে, সেজন্য ‘ব্যথিত’ হয়েছেন বলে জানিয়েছেন রাজকুমারি উবলরতœ রাজকন্যা সিরিভাধানা বানার্ভাদি। তিনি বলেন, তার প্রাথির্তা যে সমস্যার সৃষ্টি করেছে, এখনকার দিনে ও সময়ে তা হওয়া মোটেও উচিত নয়। সংবাদসূত্র: রয়টাসর্