ইরানে বোমায় রেভলিউশনারি গাডের্র ২৭ সদস্য নিহত

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রেসিডেন্ট হাসান রুহানি
ইরানের এক আত্মঘাতী বোমা হামলায় রেভলিউশনারি গাডর্ বাহিনীর ২৭ সদস্য নিহত হয়েছে। বুধবারের এ হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সংবাদসূত্র : রয়টাসর্, এএফপি রেভলিউশনারি গাডের্র এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের সদস্যরা বাসে করে যাওয়ার সময় এক আত্মঘাতী বোমারু বিস্ফোরকভতির্ একটি গাড়ি নিয়ে হামলা করে। পাকিস্তান সীমান্তের কাছে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে এ ঘটনাটি ঘটে। সুন্নি জঙ্গিগোষ্ঠী জইশ আল-আদল হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, ইরানের দক্ষিণ-পূবার্ঞ্চলের সংখ্যালঘু বালুচ জনগোষ্ঠীর অধিকার আদায়ে সশস্ত্র সংগ্রাম করছে তারা। রেভলিউশনারি গাডের্র সিস্তান-বেলুচিস্তান শাখা জানিয়েছে, তাদের স্থল বাহিনীর একটি ইউনিট বাসে পাকিস্তান সীমান্ত এলাকা থেকে ফেরার পথে কাশ-জাহেদান সড়কে তাদের বাসের পাশে বিস্ফোরক ভতির্ একটি গাড়ির বিস্ফোরণ ঘটে। পাকিস্তানের সীমান্তবতীর্ ইরানের এই এলাকাগুলোতে জঙ্গিগোষ্ঠীগুলোর পাশাপাশি সশস্ত্র মাদক চোরাকারবারিদেরও তৎপরতা আছে। ইরানের শিয়া মুসলমান কতৃর্পক্ষ বলেছে, জঙ্গিগোষ্ঠীগুলো পাকিস্তানের নিরাপদ আস্তানা থেকে তৎপরতার চালায় এবং তাদের দমনের জন্য প্রতিবেশী দেশটিকে বারবার তাগাদা দেয়া হয়। গত বছর ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরে সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলায় রেভলিউশনারি গাডের্র ১২ সদস্যসহ ২৫ জন নিহত হয়েছিল। যুক্তরাষ্ট্র-ইসরাইলকে দুষলেন রুহানি এদিকে আত্মঘাতী এ বোমা হামলার জন্য যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের আঞ্চলিক মিত্রদের দোষারোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। হামলার নিন্দায় বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, এ ঘটনা হোয়াইট হাউস, তেল আবিব এবং তাদের আঞ্চলিক মিত্রদেশগুলোর সন্ত্রাসের প্রধান সমথর্কদের কালো রেকডের্ একটি নোংরা দাগ হয়েই থেকে যাবে। ইসরাইলের নাম নিলেও আঞ্চলিক কোনো মিত্রদেশগুলোকে দায়ী করছেন কিনা, তা উল্লেখ করেননি রুহানি। রুহানি রেভলিউশনারি গাডর্ কমান্ডারদের দেয়া হুমকি আউড়ে তিনি বলেন, কয়েক বছরের মধ্যে এই বাহিনীর ওপর সবচেয়ে মারাত্মক এ হামলার ঘটনায় দায়ীদের বিচারের কাঠগড়ায় দঁাড় করাতে ইরান বদ্ধপরিকর।