যৌন আসক্তি মানসিক রোগ, জানাল হু

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
যৌন আসক্তি এক ধরনের মানসিক রোগ। এমন কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তাদের ব্যাখ্যা, সেক্স পছন্দ করা আর যৌন আসক্তি এক জিনিস নয়। যৌন আসক্তি হলো এক ধরনের মানসিক বাধ্যবাধকতা। তীব্র যৌন আকাক্সক্ষা নিয়ন্ত্রণের ব্যথর্তা কোনো ব্যক্তিকে যৌন আসক্ত করে তোলে। রোগের সাম্প্রতিকতম একটি তালিকা প্রকাশ করেছে হু। সেই তালিকায় যৌন আসক্তিকে ‘কমপালসিভ সেক্সুয়াল বিয়েভিহার ডিসঅডার্র’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের মতে, আক্রান্ত ব্যক্তির জীবনের মূল লক্ষ্যই হচ্ছে যৌনতা। এই তাড়নাই তাদের পরিচালিত করে। এক্ষেত্রে ভালোলাগার বিশেষ কোনো স্থান থাকে না। তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বক্তব্যের সঙ্গে একমত নয় ‘আমেরিকান সাইকোলজিক্যাল অ্যসোসিয়েশন’। তাদের মতে, যৌন আসক্তি কোনো রোগ নয়। সে কারণে দেশটির মানসিক রোগের তালিকায় যৌনতাকে রাখা হয়নি। গবেষণা বলছে, মাকির্ন যুক্তরাষ্ট্রের তিন থেকে ছয় শতাংশ এবং দুই থেকে চার শতাংশ নাগরিক যৌন আসক্তিতে আক্রান্ত। এই তালিকায় একাধিক তারকাও আছেন। সংবাদসূত্র : ইনডিয়া টাইমস