মিয়ানমার

খনিতে ভ‚মিধস : নিহত ১৫, নিখেঁাজ অধর্শত

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মিয়ানমারের উত্তরে মূল্যবান পাথরের একটি খনিতে ভ‚মিধসে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪৫ জন। এখনো অনেকে নিখেঁাজ রয়েছেন। দেশটির কমর্কতার্ ও প্রত্যক্ষদশীর্রা অনেক প্রাণহানির আশঙ্কা করছেন। শনিবার কাচিন রাজ্যের হপাকান্ত এলাকার খনিতে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় এক কমর্কতার্ জানিয়েছেন। কতৃর্পক্ষ জানায়, খনিতে মূল্যবান পাথরের খেঁাজে যারা কাজ করছিল, তাদের ওপর কাদামাটির স্তূপ ধসে পড়েছিল। এর আগে গত মে মাসে একই এলাকার একটি খনিতে ভ‚মিধসে ১৪ জন নিহত হয়। আর ২০১৫ সালে হপাকান্তে ভ‚মিধসে নিহত হয় শতাধিক। পরিবেশ সংরক্ষণবাদী গ্রæপ ‘গেøাবাল উইটনেস’ জানিয়েছে, ২০১৪ সালে মিয়ানমার ৩১ বিলিয়ন (১০০ কোটি) মাকির্ন ডলার মূল্যের মূল্যবান পাথর উৎপাদন করেছিল। সংবাদসূত্র : রয়টাসর্