প্রতিবাদের মুখে হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
জ্যাক গি লেফনটন্ট
জ্বালানির দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে কয়েকদিন ধরে চলা সহিংস প্রতিবাদের মুখে পদত্যাগ করেছেন হাইতির প্রধানমন্ত্রী জ্যাক গি লেফনটন্ট। শনিবার রাজধানী পোটর্-অ-প্রিন্সে হাইতি কংগ্রেসের নিম্নকক্ষে দেয়া এক বক্তৃতায় তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট জোভনেল মোয়িস তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সহিংস প্রতিবাদ ও দাঙ্গা চলাকালে কংগ্রেসে প্রধানমন্ত্রী লেফনটন্টের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাবও উঠেছিল। দাঙ্গায় এখন পযর্ন্ত অন্তত চারজন নিহত হয়েছেন। দোকানপাট ও বিভিন্ন ভবনে লুটপাট চালানোর পর সেগুলো পুড়িয়ে দেয়া হয়েছে। সরকার জ্বালানির ওপর ভতুির্ক তুলে দেয়ার প্রস্তাব করার পর থেকেই অস্থিরতা শুরু হয়। ভতুির্ত তুলে দিলে পেট্রলের দাম ৩৮ শতাংশ, ডিজেলের দাম ৪৭ শতাংশ ও কেরোসিনের দাম ৫১ শতাংশ বৃদ্ধি পেতে পারে। চলতি বছরের ফেব্রæয়ারিতে দেশটি আন্তজাির্তক অথর্ তহবিলের (আইএমএফ) সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছিল। ওই চুক্তিতে প্রবৃদ্ধি বাড়াতে কাঠামোগত সংস্কার শুরু করার প্রতিশ্রæতি দিয়েছিল হাইতি সরকার। আইএমএফের পরামশর্ ছিল, জ্বালানি থেকে ভতুির্ক তুলে নিলে অথের্র সাশ্রয় হবে। এর আগে ২০১৫ সালেও দেশটিতে জ্বালানি নিয়ে প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল; তখন জ্বালানির দাম হ্রাসের দাবিতে লোকজন রাস্তায় নেমে এসেছিল। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্