হামাসের ওপর ইসরাইলের ‘সবচেয়ে কঠোর হামলা’

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ফিলিস্তিনের গাজা ভ‚খÐে হামাস গোষ্ঠীর বিভিন্ন অবস্থানের ওপর ২০১৪ সালের যুদ্ধের পর থেকে ‘সবচেয়ে কঠোর হামলা’ চালিয়েছে ইসরাইল। শনিবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একথা জানান। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্ গাজা থেকে ইসরাইলি ভ‚খÐে রকেট হামলার জবাবে এ পদক্ষেপ নেয়া হয় বলে জানিয়েছেন তিনি। প্রয়োজন হলে আরও হামলা চালানো হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু। কিন্তু ফিলিস্তিনি পক্ষগুলো একটি অস্ত্রবিরতির বিষয়ে সমঝোতা হয়েছে বলে দাবি করেছে। ইসরাইলে ছোড়া ৯০টির বেশি রকেটের মধ্যে একটিতে তিন ইসরাইলি আহত হয়েছেন বলে জানা গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কমর্কতার্রা জানিয়েছেন, গাজা শহরে চালানো বিমান হামলায় দুইজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা গাজা ভ‚খÐ নিয়ন্ত্রণকারী হামাসের ব্যবহৃত বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে। সেগুলোর মধ্যে বেইত লাহিয়ায় হামাসের ব্যাটেলিয়ন সদর দপ্তর, উত্তর গাজার আল-শাতি শরণাথীর্ শিবিরের একটি সুউচ্চ ভবনে স্থাপিত একটি প্রশিক্ষণ ক্যাম্প, অস্ত্রের গুদাম ও রকেট লঞ্চারগুলো অন্যতম। এক ফিলিস্তিনি প্রত্যক্ষদশীর্ জানিয়েছেন, হামলায় গাজার একটি ফঁাকা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা হতাহত হয়েছেন তারা পথচারী।