ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে আধাসামরিক বাহিনীর বহরে হামলায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। তবে ভারতের এমন অভিযোগ শুক্রবার প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। বৃহস্পতিবার কাশ্মিরের পুলওয়ামারের হামলা সম্পকের্ পাকিস্তান সরকার জানিয়েছে, ‘এটা গুরুতর চিন্তার বিষয়।’ পৃথিবীতে সংঘটিত যেকোনো হিংসাত্মক ঘটনার ক্ষেত্রেই পাকিস্তান চিরকাল নিন্দা করে এসেছে। সংবাদসূত্র : ডন, ইনডিয়ান এক্সপ্রেস পাকিস্তানের পরররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কোনো রকম তদন্ত ছাড়াই ভারত সরকার ও মিডিয়া এ ঘটনার সঙ্গে পাকিস্তানের নাম জুড়ে দিয়েছে, কিন্তু এর জন্য পাকিস্তান কোনোভাবেই দায়ী নয়। এদিকে, বৃহস্পতিবারের হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, জয়েশ-ই-মোহাম্মদের নেতৃত্ব দেয় মাসুদ আজহার। তাকে আন্তজাির্তক সন্ত্রাসী আখ্যা দিয়ে বলা হয়েছে, পাকিস্তান সরকার তাকে সন্ত্রাসী অবকাঠামো পরিচালনা ও বিস্তৃত করার পূণর্ স্বাধীনতা দিয়ে রেখেছে। ভারতসহ যেকোনো স্থানে হামলা চালানোর জন্য ইসলামাবাদ তাকে দায়মুক্তি দিয়েছে বলে দাবি করা হয় ওই বিবৃতিতে। উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে বৃহস্পতিবার সামরিক বহরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের ৪৬ জওয়ান নিহত ও ৪৫ জন আহত হয়।