জিম্বাবুয়ের স্বণর্খনিতে ৬০ শ্রমিকের মৃত্যু

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
জিম্বাবুয়ের একটি স্বণর্খনিতে পানি প্রবেশ করায় অন্তত ৬০ শ্রমিক মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাজধানী হারারে থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সরকার মন্ত্রী জুলাই মোইও জানিয়েছেন, খনির দুটি খাদে ৬০-৭০ জন শ্রমিক আটকা পড়ে আছেন। গত মঙ্গলবার খনিটিতে হঠাৎ করে পানি প্রবেশ করে প্লাবিত হয়। প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া একে জাতীয় দুযোর্গ হিসেবে ঘোষণা করেছেন। সরকারি খনি প্রকৌশলী জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে এ ঘটনা ঘটেছে। আটকেপড়া শ্রমিকদের খুঁজে পাওয়ার আশা ক্ষীণ। এরই মধ্যে ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। তিনি জানান, আটকেপড়াদের উদ্ধারের জন্য প্লাবিত খাদ থেকে পাম্পের মাধ্যমে পানি বের করার চেষ্টা চালানো হয়েছে। জিম্বাবুয়েতে মূল্যবান প্লাটিনাম, হীরা, স্বণর্, কয়লা ও কপারের খনি আছে। তবে দেশটি গত কয়েক দশক ধরে গভীর অথৈর্নতিক সংকটে ভুগছে। সংবাদসূত্র : এএফপি অনলাইন