তালেবানের সঙ্গে বৈঠক করবেন সৌদি যুবরাজ

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
যুবরাজ মোহাম্মদ বিন সালমান
পাকিস্তান সফরকালে আফগান তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রোববার পাকিস্তান সফরে যাচ্ছেন যুবরাজ। ১৭ বছরের আফগান গৃহযুদ্ধ অবসানের চেষ্টা হিসেবে তিনি তালেবান প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনার জন্য গুরুত্বপূণর্ ভ‚মিকা পালন করছে পাকিস্তান। আর কট্টরবাদীদের সমথর্ক হিসেবে পরিচিত সৌদি আরবও এই শান্তি আলোচনার সদস্যভুক্ত দেশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কমর্কতার্ বলেন, ‘যতদূর সম্ভব এটি অত্যন্ত গোপনীয়, ১৮ ফেব্রæয়ারি যুবরাজ সালমান তার পাকিস্তান সফরকালে আফগান তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন বলে ইঙ্গিত রয়েছে।’ তবে কাতার থেকে তালেবানের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, যুবরাজের সঙ্গে বৈঠকের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, ‘আসলে যুবরাজ মোহাম্মদের সঙ্গে বৈঠকের বিষয়টি পরিকল্পনায় নেই। তবে আমরা ইসলামাবাদে অবস্থানকালে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি।’ সংবাদসূত্র : রয়টাসর্