ভেনেজুয়েলার জন্য ত্রাণবাহী মার্কিন বিমান কলম্বিয়ায়

GB ZrciZv hy³iv‡óªi hy× cwiKíbv : gv`y‡iv

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
Kjw¤^qvi KzKzUvq gvwK©b ÎvYevnx K‡qKwU wegvb
ভেনেজুয়েলায় কথিত মানবিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের কয়েকটি ত্রাণবাহী সামরিক বিমান শনিবার কলম্বিয়ার সীমান্তবর্তী শহর কুকুটায় পৌঁছেছে। ভেনেজুয়েলার বিরোধী নেতা জুয়ান গুইদোর অনুরোধে এসব ত্রাণ সেখানে জমা করা হচ্ছে। গুয়াদো গত মাসে নিজেকে ভেনেজুয়েলার অন্তর্র্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন। তাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত অধিকাংশ দেশ। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স গুইদো জানিয়েছেন, এসব ত্রাণ প্রায় ছয় লাখ ভেনেজুয়েলীয় স্বেচ্ছাসেবী আগামী ২৩ ফেব্রম্নয়ারি সীমান্ত পার করে তাদের দেশে নিয়ে যাবে। এক টুইটার বার্তায় গুইদো বলেন, 'আমরা সীমান্তের মধ্যে ও বাইরে সচল থাকব। চূড়ান্ত ফল আসার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।' তবে এসব ত্রাণ ভেনেজুয়েলায় ঢুকতে দেয়া হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়। রাশিয়া, তুরস্কের সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করে বলেন, 'ভেনেজুয়েলায় হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অংশ হলো এই ত্রাণবাহী সামরিক বিমান।' এই তৎপরতাকে যুক্তরাষ্ট্রের 'যুদ্ধ পরিকল্পা' বর্ণনা করে শুক্রবার জেনেজুয়েলার সামরিক বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন তিনি। ভেনেজুয়েলা ও কলম্বিয়ার মধ্যবর্তী একটি সড়ক সেতুর ভেনেজুয়েলার পাশটি অনেকগুলো শিপিং কন্টেইনার দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। অপরদিকে ত্রাণ দেশের ভেতরে নিয়ে যাওয়ার জন্য সেতু গড়ে তুলতে লাখ লাখ স্বেচ্ছাসেবী স্বাক্ষর করেছে বলে দাবি করেছেন গুইদো। দেশে ত্রাণ প্রবেশ করতে দেয়ার জন্য ভেনেজুয়েলার সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। কিন্তু সামরিক বাহিনী তার আহ্বানে সাড়া দিবে কিনা, এর পরিষ্কার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। কুকুতায় এক সংবাদ সম্মেলনে ইউএসএইডের প্রশাসক মার্ক গ্রিন জানিয়েছেন, ভেনেজুয়েলায় বাড়তে থাকা মানবিক সংকটের কবলে পড়ায় গুইদো এসব ত্রাণের অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেন, 'শিশুরা অনাহারে থাকছে, ভেনেজুয়েলার প্রায় প্রত্যেক হাসপাতাল ওষুধের গুরুতর ঘাটতির মধ্য দিয়ে যাচ্ছে।' এটি আঞ্চলিক সংকটের রূপ নিয়েছে উলেস্নখ করে তিনি জানান, খাবার ও ওষুধের সন্ধানে ৩০ লাখ ভেনেজুয়েলান প্রতিবেশী দেশগুলোতে পাড়ি জমাচ্ছে। গুইদোর এক প্রতিনিধি জানিয়েছেন, ত্রাণের জন্য কলম্বিয়ার পাশাপাশি ব্রাজিল ও ক্যারিবিয়ায় আরও সংগ্রহ কেন্দ্র খোলা হচ্ছে। ভেনেজুয়েলার সীমান্তবর্তী ব্রাজিলীয় রাজ্য রোরাইমায় ত্রাণ মজুদের বিস্তারিত পরিকল্পনা করতে চলতি সপ্তাহে ব্রাজিল সরকারের সঙ্গে বৈঠক করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, আগামী সপ্তাহে ভেনেজুয়েলার অদূরে ক্যারিবিয়ান সাগরে হল্যান্ডের মালিকানাধীন দ্বীপ কিউরাসোতে পাঠানোর জন্য ত্রাণ ফ্লোরিডার মিয়ামিতে মজুদ করে রাখা হচ্ছে।