জঙ্গি হামলার পর ভারতজুড়ে আতঙ্কে কাশ্মিরিরা

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ÿzä †jvKRb Mvwo‡Z Av¸b awi‡q †`q
ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পুলওয়ামা জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওপর আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৪৯ জন নিহত হওয়ার পর দেশটিতে কাশ্মিরিরা বেশ আতঙ্কে রয়েছেন। কাশ্মির এবং দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাশ্মিরিদের ওপর হামলার ঘটনা ঘটছে। সার্বিক দিক বিবেচনায় তাদের নিরাপত্তায় ব্যবস্থা নিতে কেন্দ্র থেকে রাজ্যগুলোকে পরামর্শ দেয়া হয়েছে। এদিকে, কাশ্মিরিদের ওপর হামলার প্রতিবাদে কাশ্মিরে 'হরতাল' ডাকা হয়েছে। সংবাদসূত্র : এনডিটিভি, পিটিআই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, 'পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মিরের বেশ কিছু শিক্ষার্থী ও বাসিন্দা তাদের হুমকি ও ভয় দেখানোর কথা বলেছেন। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পরামর্শমূলক নির্দেশনা পাঠিয়েছে।' দেরাদুনে অবস্থানরত কাশ্মিরি কিছু শিক্ষার্থী জানিয়েছেন, তাদের বাসা ছেড়ে দিতে বলেছেন বাড়িওয়ালারা। এসব বাড়িওয়ালার ভয়, তাদের সম্পত্তির ওপর হামলা হতে পারে। হরিয়ানা ও বিহার থেকেও একই ধরনের খবর পাওয়া গেছে। পাটনায় কাশ্মিরি ব্যবসায়ীরা জানিয়েছেন, কিছু উচ্ছৃঙ্খল লোক তাদের ওপর হামলা চালিয়েছে। পাটনায় বসবাসরত বশির আহমেদ নামের এক কাশ্মিরি বলেন, 'কিছু লোক লাঠিসোঁটা নিয়ে আমাদের দোকানগুলোর বাইরে জমা করে। তারা স্স্নোগান দিতে থাকে। আমি পুলওয়ামার হামলা সম্পর্কে জানতামও না। এরপরও তারা আমার দোকানের জিনিসপত্র ধ্বংস করে এবং আমাকে ও আমার কর্মীদের পিটুনি দেয়।' তিনি বলেন, 'আমি ৩৫ বছর ধরে পাটনায় কাজ করছি। এ ধরনের সমস্যা কিংবা বিভাজনের সম্মুখীন কখনো হইনি। আমি প্রতিবছর ছয় মাস এখানে কাটাই এবং কাশ্মিরের চেয়ে পাটনাকেই বেশি পছন্দ করি। রাজনীতি নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি আসলে এতটাই ব্যস্ত থাকি যে, অনেক সময় খবরের কাগজ পড়ার সময় পর্যন্ত পাই না।' এদিকে, পুলওয়ামায় হামলার প্রতিবাদে জম্মুতে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়েছে। বৃহস্পতিবারের ওই হামলার পর থেকে গত তিন দিন ধরে জম্মু শহরে অস্থিরতা বিরাজ করছে। জম্মুর তাবি এলাকায় হামলার শিকার ব্যক্তিরা জানান, তাদের ও তাদের সম্পত্তির ওপর হামলার সময় পুলিশ চোখ অন্য দিকে ঘুরিয়ে রাখে।