ট্রাম্পকে নোবেল দিতে আবের অনুরোধ

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
wkb‡Rv Av‡e I †Wvbvì Uªv¤ú
গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পদকের জন্য মনোনয়ন দিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। মার্কিন সরকারের কাছ থেকে এ-সংক্রান্ত অনুরোধ পাওয়ার পর এই মনোনয়ন দিয়েছিলেন। আবে রোববার জাপানি পত্রিকা 'আসাহি' এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। এর আগে শুক্রবার ট্রাম্প দাবি করেছিলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা শুরু ও উত্তেজনা প্রশমনের জন্য আবে তাকে নোবেল শান্তি পদকের জন্য মনোনয়ন দিয়েছিলেন। জাপানি প্রধানমন্ত্রী তাকে পাঁচ পৃষ্ঠার মনোনয়নপত্রের 'সবচেয়ে সুন্দর কপি' দিয়েছিলেন বলে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে জানিয়েছেন ট্রাম্প। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জাপানি সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে 'আসাহি' জানিয়েছে, গত বছরের জুনে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই ট্রাম্পকে নোবেল শান্তি পদকের জন্য সমর্থন দিতে প্রধানমন্ত্রী আবের প্রতি অনুরোধ জানিয়েছিল মার্কিন সরকার। সংবাদসূত্র : রয়টার্স