পুলওয়ামায় ফের ৫ ভারতীয় সেনা নিহত

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের হামলার রেশ না কাটতেই সোমবার একই জেলায় বন্দুকযুদ্ধে এক মেজরসহ পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এদিন ভোরে পুলওয়ামার পিংলান এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সংবাদসূত্র : টাইমস অব ইনডিয়া, এনডিটিভি কিছু জঙ্গি উপস্থিত আছে, এমন বিশ্বস্ত খবরে সোমবার ভোরে ওই এলাকাটি চারদিক থেকে ঘিরে ধরে ভারতের সেনাবাহিনীর ৫৫ আরআর, সিআরপিএফ ও এসওজির যৌথ দল। পুলিশ জানায়, অনুসন্ধান অভিযান চলাকালে জঙ্গিরা যৌথবাহিনীর ওপর গুলি ছোড়ে। এরপর শুরু হয় বন্দুকযুদ্ধ। বন্দুকযুদ্ধে এক মেজর ডিএস ধনদিয়ালসহ চারজন হন। বন্দুকযুদ্ধে গুরুতর আহত এক সিপাহি পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। বন্দুকযুদ্ধ চলাকালে গুলিতে দুই বেসামরিক নাগরিকও মারা গেছেন। এরা হলেন ওই জঙ্গিরা যেসব বাড়িতে আস্তানা গেড়েছিল তাদের মালিক। পুলওয়ামায় সিআরপিএফের ওপর জঙ্গি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৪৪ সদস্য নিহত হওয়ার কয়েক দিনের মধ্যে এই পাঁচ সেনা বন্দুকযুদ্ধে নিহত হলেন।