ভেনেজুয়েলার সেনাবাহিনীকে হুমকি দিলেন ট্রাম্প

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক বাহিনীর যারা সমর্থন দিচ্ছেন, তারা তাদের জীবন ও ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলছেন বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় মানবিক ত্রাণ প্রবেশ অনুমোদন করতে বাহিনীটির প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। ফ্লোরিডার মিয়ামিতে সোমবার এক সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। সমাবেশে উপস্থিত লোকজনের অধিকাংশই ছিল ভেনেজুয়েলা ও কিউবা থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসী। সংবাদসূত্র : রয়টার্স ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ভেনেজুয়েলার সামরিক বাহিনী যদি মাদুরোকে সমর্থন দেয়া অব্যাহত রাখে তাহলে তারা 'সবকিছু হারাবে'। তিনি বলেন, 'তোমাদের সামনে কোনো নিরাপদ ভবিষ্যৎ নেই, বের হওয়ার সহজ কোনো দরজা নেই এবং কোনো পথও নেই। তোমরা সবই হারাবে।' এদিকে, সোমবার রাতে দেয়া এক প্রতিক্রিয়ায় ট্রাম্পের ভাষণকে 'নাৎসি ধরনের' বলে অভিহিত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেছেন, ট্রাম্পের আচরণ দেখলে মনে হয় তিনি 'ভেনেজুয়েলার মালিক' এবং এর 'নাগরিকরা তার দাস'। সমাবেশে ট্রাম্প বলেন, 'ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর চাই আমরা, কিন্তু সব বিকল্পই খোলা আছে।' এই উক্তির মাধ্যমে ট্রাম্প 'সামরিক বিকল্প তৈরি আছে', ফের এমন ইঙ্গিত দিলেও এ ধরনের কোনো পদক্ষেপ নেয়া হবে না বলে মনে করছেন ল্যাতিন আমেরিকার বিষয়ে বিশেষজ্ঞরা। চলতি মাসে হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলার সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে এবং তাদের প্রতি মাদুরোর সঙ্গ ছাড়ার আহ্বান জানানো হয়েছে। ভেনেজুয়েলার সামরিক বাহিনীর অনেকেই মাদুরোর বিরুদ্ধে যাবেন বলে ট্রাম্পের সহযোগীরা খোলাখুলি ধারণা প্রকাশ করেছেন। কিন্তু বাস্তবে এখন পর্যন্ত অল্প কিছু সামরিক কর্মকর্তাই শুধু মাদুরোর বিরুদ্ধে গেছেন। নিজেকে ভেনেজুয়েলার 'অন্তর্র্বর্তী প্রেসিডেন্ট' ঘোষণাকারী বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোর প্রতি দৃঢ় সমর্থন দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ল্যাতিন আমেরিকার অনেকগুলো দেশ ও অধিকাংশ পশ্চিমা দেশ ভেনেজুয়েলার 'অন্তর্র্বর্তী প্রেসিডেন্ট' হিসেবে গুইদোকে স্বীকৃতি দিয়েছে।