জাতিসংঘে পাকিস্তানের ধরনা

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে ভারত হামলা চালাতে পারে, এমন ধারণা থেকে মঙ্গলবার জাতিসংঘে ধরনা দিয়েছে পাকিস্তান। জাতিসংঘের কাছে লেখা চিঠিতে তারা বলেছে, 'ভারত আক্রমণ করতে পারে, আপনারা থামান'। সংবাদসূত্র : এবিপি নিউজ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অনুরোধ করেন সেই চিঠি সাধারণ ও নিরাপত্তা পরিষদের সবকটি দেশের হাতে তুলে দিতে। তা নিয়ে আলোচনা করতে দ্রম্নত ব্যবস্থা নিতে। কাশ্মির নিয়ে ভারত অবশ্য বরাবরই তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিরোধিতা করে এসেছে। জাতিসংঘের মহাসচিবকে চিঠিতে পাক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি লিখেছেন, 'পাকিস্তানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের যে হুমকি দিয়েছে ভারত, তার পরিপ্রেক্ষিতে এই অঞ্চলের পরিস্থিতির অবনতি ঘটেছে। ফলে, আমরা জরুরি ভিত্তিতে আপনাদের (জাতিসংঘ) হস্তক্ষেপের প্রয়োজন বোধ করছি। তাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি।'