সিরিয়ার ইদলিবে জোড়া বোমা হামলায় নিহত ১৫

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সিরিয়ায় বিদ্রোহী অধু্যষিত শহর ইদলিবে জোড়া বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক। সংবাদসূত্র : রয়টার্স প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার একটি গাড়িতে বোমা লাগানো ছিল। হতাহতদের বেশিরভাগই বেসামরিক কর্মী। বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে তারা সেখানে পৌঁছেছিলেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ত্রাণকর্মীরা হতাহতদের দেহ সরিয়ে নিয়ে যাচ্ছেন। বিদ্রোহী জোটের কমান্ডাররা জানান, সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী ও আইএস সংশ্লিষ্টরা ওপর এই হামলা করেছে। তারা বলেন, হাজার হাজার বেসামরিক থাকার পরও হামলা চালানো হয়েছে। সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচু্যত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। সিরিয়ার চলমান সংকট নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান বিপরীত। বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচু্যত করতে চায় যুক্তরাষষ্ট্র। এ জন্য তারা আসাদ সরকারের বিদ্রোহ ঘোষণাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে এবং ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। তবে আসাদ সরকারের দাবি, আইএসের বিরুদ্ধে যুদ্ধে নামে যুক্তরাষ্ট্র মূলত বিদ্রোহীদের সহযোগিতা করতে সরকারি বাহিনীর ওপর হামলা চালায়। রাশিয়া বাশারকে ক্ষমতায় দেখতে চায়।