ট্রাম্প একজন রাশিয়ান এজেন্ট!

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত একজন 'রাশিয়ান এজেন্ট' বলে অভিযোগ করেছেন এফবিআইয়ের সাবেক উপপ্রধান অ্যান্ড্রু ম্যাকেব। এই উদ্বেগ থেকেই এফবিআই গত বছর তার ব্যাপারে গোপন তদন্তের উদ্যোগ নিয়েছিল। একই কারণে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর জন্য শাসনতন্ত্রের ২৫ তম ধারা ব্যবহারের কথা চিন্তা করেছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টাইন। ক্ষমতা গ্রহণের পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প এফবিআইয়ের প্রধান জেমস কোমিকে পদচু্যত করলে তার ব্যাপারে সন্দেহ আরও ঘনীভূত হয়। রাশিয়ার সঙ্গে গোপন আঁতাত প্রশ্নে বিচারবিভাগীয় তদন্ত থামাতে অস্বীকার করায় ট্রাম্প কোমিকে পদচু্যত করেন। তিনি জানান, ট্রাম্পের ব্যবহার এতটা উদ্বেগজনক ছিল যে তারা মার্কিন শাসনতন্ত্রের ২৫ নম্বর ধারা ব্যবহারের কথা ভেবেছিলেন। এই ধারা অনুসারে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে ও মন্ত্রিসভার সমর্থনে কোনো প্রেসিডেন্টকে দায়িত্ব থেকে অপসারিত করার বিধান রয়েছে। সংবাদসূত্র : বিবিসি নিউজ