সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মার্কিন নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স যাযাদি ডেস্ক মার্কিন প্রবীণ সিনেটর বার্নি স্যান্ডার্স আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এছাড়া তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকৃতিগতভাবে 'মিথু্যক' উলেস্নখ করে বলেন, তার কারণে যুক্তরাষ্ট্র বিব্রত। আগামী ২০২০ সালে যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭৭ বছর বয়সী স্যান্ডার্স ভারমন্ট অঙ্গরাজ্যের একটি রেডিও স্টেশনকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়ে বলেন, 'আমি মনে করি বর্তমান হোয়াইট হাউস দখলকারী মার্কিনিদের জন্য লজ্জা। আমি মনে করি, ট্রাম্প প্রকৃতিগতভাবেই একজন মিথু্যক। প্রতিদিন তিনি মিথ্যা বলছেন এবং একথা বলতে আমি নিজেও স্বস্তি বোধ করছি না। আমি এটাও মনে করি, ট্রাম্প একজন বর্ণবাদী, একজন যৌন বৈষম্যবাদী এবং একজন বিদেশিবিরোধী।' আগামী নির্বাচনের প্রচারণায় বার্নি স্যান্ডার্স শক্তিশালী বিশেষ স্বার্থ এবং অর্থনীতি এবং রাজনৈতিক জীবনের ওপর গুরুত্ব দেবেন বলে জানান। ২০১৬ সালের নির্বাচনে তিনি ডেমোক্রেট দল থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করেন। কিন্তু পাইমারিতে হিলারি ক্লিনটনের কাছে হেরে যান। তরুণ মার্কিনিদের কাছে এখনও বেশ জনপ্রিয় বার্নি স্যান্ডার্স। সংবাদসূত্র : পার্স টুডে ১০ ট্রাক আইএসকে ইরাকে ফেরত যাযাদি ডেস্ক সিরিয়া থেকে ১০ ট্রাক আইএস সমর্থক ও তাদের পরিবারের সদস্যদের ইরাকে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সিরিয়ার যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বিদ্রোহীরা তাদের ট্রাকভর্তি করে ইরাকে ফেরত পাঠায়। স্থানীয় মেয়র আহমেদ আল-মাহালাওয়ি জানিয়েছেন, ফেরত পাঠানো সাবেক এই বন্দিদের বেশিরভাগই ইরাকের নাগরিক। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ইরাকে ফেরত পাঠানো হয়েছে। ২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তৃত অঞ্চল থেকে সরকারি বাহিনীকে সরিয়ে দিয়ে কথিত 'খিলাফত' ঘোষণা করেন আইএস নেতা আবু বকর আল-বাগদাদি। তবে বিগত কয়েক মাসে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে সংগঠনটি। ইরাক ও সিরিয়ায় নিজেদের দখলকৃত বিস্তৃত এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। সংবাদসূত্র : রয়টার্স