মোদিকে 'প্রাইম টাইম মিনিস্টার' বলে কটাক্ষ রাহুলের

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জঙ্গি হামলার খবর পেয়েও তথ্যচিত্রের শুটিংয়ে মগ্ন ছিলেন মোদি। এমনই অভিযোগে বৃহস্পতিবার সরব হয়েছিলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। এবার টুইট করে মোদিকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার টুইট করে প্রধানমন্ত্রীকে 'প্রাইম টাইম মিনিস্টার' বলে তোপ দেগেছেন কংগ্রেস সভাপতি। তিনি আরও লেখেন, 'দেশের শহীদ জওয়ানদের পরিবার যখন শোকের সাগরে ডুবে ছিলেন তখন প্রধানমন্ত্রী হাসতে হাসতে নদীতে শুটিংয়ে ব্যস্ত ছিলেন।' সংবাদসূত্র : টাইমস অব ইনডিয়া প্রসঙ্গত, পুলওয়ামায় হামলার খবর জানার পরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিম করবেট ন্যাশনাল পার্কে একটি তথ্যচিত্রের জন্য শুটিং করছিলেন। এর তীব্র সমালোচনা করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা প্রধানমন্ত্রীর শুটিং করার একটি ছবি প্রকাশ করেন। এনিয়ে তোলপাড় হওয়ার পর শুক্রবার রাহুল গান্ধী টুইটারে লেখেন, 'জওয়ানদের মৃতু্যর খবর জেনে তিন ঘণ্টা পরও ছবির শুটিং করছিলেন প্রাইম টাইম মিনিস্টার। দেশের শহীদ জওয়ানদের পরিবার যখন শোকের সাগরে ডুবে, তখন প্রধানমন্ত্রী হাসতে হাসতে নদীতে শুটিংয়ে ব্যস্ত ছিলেন।'