কাশ্মিরিদের ওপর হামলা বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের পুলওয়ামায় হামলার জেরে ভারতে কাশ্মিরিদের ওপর হামলা ও জনরোষ ঠেকানোর ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারসহ ১০ রাজ্যকে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। গত ১৪ ফেব্রম্নয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই ভারতের বিভিন্ন স্থানে কোথাও হামলা, কোথাও হেনস্থা, আবার কোথাও বয়কটের শিকার হচ্ছেন কাশ্মিরিরা। সংবাদসূত্র : এনডিটিভি কয়েকটি ঘটনায় হেনস্থা এবং মারধরের শিকাওর হয়েছেন কাশ্মিরি ছাত্র এবং ব্যবসায়ীরা। হামলার শিকার হওয়া কিংবা হয়রানি হওয়ার ভয়ে বহু কাশ্মিরি ছাত্র, বণিক, ব্যবসায়ী ভারতের বিভিন্ন শহর ছেড়ে কাশ্মিরে চলেও গেছেন। এই ভীতিকর পরিস্থিতিই এখন নিয়ন্ত্রণে এনে কাশ্মিরিদের সুরক্ষার নির্দেশ দিল দেশটির সর্বোচ্চ আদালত। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ যে ১০টি রাজ্যকে এ নির্দেশ দেয়া হয়েছে, সেগুলো হচ্ছে- জম্মু ও কাশ্মির, উত্তরাখন্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, মেঘালয়, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং মহারাষ্ট্র। তারিক আদিব নামের এক আইনজীবী কাশ্মিরিদের সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলে আদালত শুক্রবার ওই নির্দেশ দেয়। দেশটির প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নেতৃত্বাধীন একটি বেঞ্চ এ মামলার শুনানি করেছে। সেখানে কাশ্মিরিদের নিরাপত্তা দেয়ার কথা বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।