কিম ট্রেনযোগে ভিয়েতনামের উদ্দেশে রওনা দিয়েছেন

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় শীর্ষ বৈঠক করতে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ভিয়েতনামের পথে রওনা হয়েছেন। কিম শনিবার ট্রেনযোগে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে রাশিয়ার বার্তা সংস্থা 'টিএএসএস' এক প্রতিবেদনে জানিয়েছে। সংবাদসূত্র : রয়টার্স ওই প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা আগে এক ঘোষণায় ভিয়েতনাম জানিয়েছিল, 'আসছে দিনগুলোতে' সরকারি এক সফরে কিম তাদের দেশে আসতে পারেন। আগামী বুধ ও বৃহস্পতিবার এই দেশটিতে ট্রাম্প ও কিমের মধ্যে দ্বিতীয় শীর্ষ বৈঠকের কথা রয়েছে। এই দুই নেতার ভ্রমণের বিষয়ে বা তাদের মধ্যকার শীর্ষ বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত বছরের জুনে ট্রাম্প ও কিম সিঙ্গাপুরে বৈঠক করেছিলেন। সেটি ছিল কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার কোনো নেতার প্রথম বৈঠক। উত্তর কোরিয়ার এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে কিম ট্রেনে করে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং ছেড়েছেন।