মালদ্বীপের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ইইউর

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মালদ্বীপের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কয়েক মাস ধরেই উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অবশেষে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় দেশগুলোর জোটটি। সোমবার থেকে মালদ্বীপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা। সংবাদসূত্র : সাউথ এশিয়ান মনিটর মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী দলের ওপর দমন অভিযান চালানের নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ও মালের মধ্যে বিরোধে চলছে। মালদ্বীপে আগামী সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নিবার্চন অবাধ ও নিরপেক্ষ হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছে ইইউ। ইইউ’র এক কমর্কতার্ বলেন, মালদ্বীপের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের বিষয়টি পররাষ্ট্র বিষয়ক পরিষদের এজেন্ডায় রয়েছে। এটা এখন আর আলোচনায় পযাের্য় নেই। কোনো বিতকর্ ছাড়াই এটি গ্রহণের পযাের্য় রয়েছে। সোমবার ব্রাসেলসে কাউন্সিলের বৈঠকের শুরুতেই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার কথা বলে ওই কমর্কতার্ জানান। তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হলে যাবতীয় তথ্যসহ বিষয়টি সবাইকে জানিয়ে দেয়া হবে। তবে নিষেধাজ্ঞাগুলো কী হতে পারে সে বিষয়ে কিছু জানাননি ওই কমর্কতার্। উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে নিষেধাজ্ঞার ব্যাপারে সতকর্ করে দিয়েছে ইইউ।