সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ভারতের উত্তরপ্রদেশে প্লাস্টিক ব্যবহার করলে জরিমানাসহ কারাদÐ যাযাদি ডেস্ক ভারতের উত্তরপ্রদেশ সরকার রোববার থেকে রাজ্যটিতে প্লাস্টিকসামগ্রী নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে ছয় মাস থেকে এক বছর পযর্ন্ত কারাদÐ হতে পারে। দেশটির কয়েকটি রাজ্য এরই মধ্যে প্লাস্টিকসামগ্রীর ওপর নিষেধাজ্ঞা করেছে। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, ৫০ মাইক্রনের পাতলা পলিথিন তৈরি এবং তা ব্যবহার করলে এক হাজার থেকে এক লাখ রুপি পযর্ন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি কারাদÐের বিধান রাখা হয়েছে। নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহারে প্রথমবার এক হাজার রুপি জরিমানা অথবা এক মাসের জেল। দ্বিতীয়বার নিয়ম ভঙ্গ করলে শাস্তি এক মাস থেকে বেড়ে হবে ছয় মাস। সেই সঙ্গে পঁাচ হাজার থেকে ২০ হাজার রুপি জরিমানা করা হবে। তৃতীয়বার করলে এক বছর কারাদÐ। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করার কথা জানিয়েছিলেন। প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার এই পদক্ষেপ নেয়ার চেষ্টা করা হচ্ছে উত্তরপ্রদেশে। এর আগে ২০১৬ এবং ২০১৭ সালে প্লাস্টিক নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস সিরিয়া ইসরাইলি হামলায় ৯ যোদ্ধা নিহত যাযাদি ডেস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে একটি সেনাঘঁাটিতে বোমা হামলায় সরকার সমথির্ত বাহিনীর ৯ যোদ্ধা নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই হামলার জন্য ইসরাইলকে দায়ী করছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পযের্বক্ষক সংস্থা ‘অবজারভেটরি ফর হিউম্যান রাইট’স এ খবর দিয়েছে। দেশটির সরকারি গণমাধ্যম ‘সানা’ জানায়, রোববার আলেপ্পো প্রদেশের একটি সেনাঘঁাটিতে ইসরাইল বোমা হামলা চালায়। যুদ্ধবিধ্বস্ত দেশটির উত্তরাঞ্চলে ইসরাইলি হামলা একটি বিরল ঘটনা। সোমবার সিরিয়ার মানবাধিকার পযের্বক্ষক সংস্থাটি জানায়, হামলায় নিহতদের মধ্যে ছয় সিরীয় ও তিন ইরানি যোদ্ধা রয়েছে। উল্লেখ্য, এর আগেও ইরানি মিলিশিয়ার অবস্থান লক্ষ্য করে ইসরাইল হামলা চালিয়েছে। সংবাদসূত্র : এএফপি অনলাইন পাকিস্তানে বাস-ট্রাক সংঘষের্ নিহত ১৭ যাযাদি ডেস্ক পাকিস্তানের সিন্ধু প্রদেশে সোমবার বরযাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘষের্ নারী-শিশুসহ কমপক্ষে ১৭ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, সকালের দিকে প্রদেশটির মাশিয়ারি জেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘষর্ হলে এ দুঘর্টনা ঘটে। বাসটিতে বরযাত্রী বহন করা হচ্ছিল। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। স্থানীয় জনগণ, পুলিশ ও উদ্ধার দলের সদস্যরা হতাহতদের উদ্ধার করে পাশ্বর্বতীর্ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। দুঘর্টনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংবাদসূত্র : সিনহুয়া যুক্তরাষ্ট্র গ্রেপ্তার করবে কিনা পুলিশের ‘টস’! যাযাদি ডেস্ক এক নারীকে গ্রেপ্তার করা হবে কিনা এ নিয়ে দ্বিধায় পড়ে শেষ পযর্ন্ত ‘টস’ করেছে দুই পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার যুক্তরাষ্ট্রের জজির্য়ায়। জানা গেছে, কমর্স্থলে পেঁৗছানোর জন্য বাড়ি থেকে বের হতে দেরি করে ফেলেছিলেন ২৪ বছর বয়সী ওই নারী। তিনি আটলান্টা স্যালনে কাজ করেন। পুলিশ জানায়, ওই মহিলা ১৩০ কিলোমিটার (৮০ মাইল) গতিবেগে যাচ্ছিলেন। এরপর ওই মহিলাকে দঁাড় করানো হয়। তাকে থামানোর পর সিদ্ধান্ত নিতে না পারা দুই মহিলা পুলিশ অফিসার সেই সময় আলোচনা করেন, গাড়ির ড্রাইভার সারাহ ওয়েবকে ‘স্পিড টিকিট’ দিয়ে ছেড়ে দেয়া উচিত, নাকি বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে গ্রেপ্তার করা উচিত। এরপরই তারা সিদ্ধান্ত নেন, একটি পয়সা নিয়ে টস করবেন। টসের পর ওই নারীকে গ্রেপ্তার করা হয়। সংবাদসূত্র : পিটিআই