মাহসা আমিনির মৃতু্যবার্ষিকীর দিন বাবা আটক

নতুন নিষেধাজ্ঞা তিন দেশের

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
মেয়ের প্রথম মৃতু্যবার্ষিকীর দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন পুলিশি হেফাজতে নিহত হওয়া ইরানি তরুণী মাহসা আমিনির বাবা। গত বছর হিজাব পরিধানের বিধান লঙ্ঘন করার অভিযোগে ২২ বছর বয়সি তরুণী মাহসা আমিনিকে আটক করে দেশটির নৈতিকতা পুলিশ। এরপর তাদের হেফাজতেই ১৬ সেপ্টেম্বর আমিনির মৃতু্য হয়। অবশ্য, তার বাবাকে গ্রেপ্তারের পর আবার ছেড়ে দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংবাদসূত্র : রয়টার্স, ইনয়িান এক্সপ্রেস নৈতিকতা পুলিশের হেফাজতে আমিনির মৃতু্য হওয়ার পর বিক্ষোভে ফেটে পড়ে পুরো ইরান। যা কয়েক মাস ধরে চলেছিল। তবে ইরান সরকার এই বিক্ষোভ কঠোরহস্তে দমন করে। এদিকে, মাহসা আমিনির মৃতু্যবার্ষিকীতে তেহরানের ওপর চাপ বাড়িয়ে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্য। ইরানের ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিস্নংকেন এক বিবৃতিতে জানিয়েছেন, 'নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসার মৃতু্য খুবই দুঃখজনক। এ ঘটনা ইরানে বিক্ষোভ-প্রতিবাদ, গণগ্রেপ্তারের জন্ম দিয়েছে।'