মহাকাশ স্টেশনে একসঙ্গে রুশ-মার্কিন নভোচারী

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
ইউক্রেন ইসু্যতে দ্বন্দ্বের মধ্যেই একসঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন রাশিয়া ও আমেরিকার তিন মহাকাশচারী। তিন মহাকাশচারীর দুজন রাশিয়ার ও একজন আমেরিকার। শুক্রবার 'রোসকসমস' মহাকাশচারী ওলেগ কোননেনকো ও নিকোলাই শুব এবং নাসার মহাকাশচারী লোরাল ও'হারা কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে সয়ুজ এমএস-২৪ মহাকাশযানে উঠেছিলেন। তিন ঘণ্টা যাত্রার পর তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান। অরবিটিং স্টেশনে তারা আরও তিনজন রুশ, দুজন আমেরিকান, একজন জাপানি মহাকাশচারী এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার একজন প্রতিনিধির সঙ্গে যোগ দেবেন। গত মাসে রাশিয়ার প্রায় ৫০ বছরের মধ্যে প্রথম ব্যর্থ চন্দ্র অভিযানের পর মহাকাশচারীরা স্পেস স্টেশনে গেলেন। সংবাদসূত্র : রয়টার্স