ফিলিস্তিনের পর্যবেক্ষণ টাওয়ারে বিমান হামলা

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকার পূর্ব দিকের ফিলিস্তিনের একটি পর্যবেক্ষণ টাওয়ারে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার 'মিডল ইস্ট মনিটর'র প্রতিবেদনে জানা গেছে, আল-আকসা মসজিদের সমর্থন এবং ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনি অনশনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য গাজার কাঁটাতারের বাইরে বিক্ষোভ করে শতাধিক যুবক। এরপরই ওয়াচ টাওয়ারে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানিয়েছে, শত শত ফিলিস্তিনি সীমান্তে দাঙ্গা সৃষ্টি করে। নিরাপত্তা বেষ্টনিতে বিস্ফোরক ডিভাইস বসিয়ে দেয় তারা। এ সময় সেনাদের দিকে গ্রেনেড ছোড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি বাহিনী। কিছুক্ষণ পর সীমান্তের কাছে হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ারে হামলা চালানো হয়। উলেস্নখ্য, ইসরাইলি কারাগারে শত শত ফিলিস্তিনি বন্দি রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বর্তমান এক হাজারের বেশি ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে বন্দি। সংবাদসূত্র : রয়টার্স