বিহারে বজ্রপাতে ১০ জনের মৃতু্য
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
যাযাদি ডেস্ক
ভারতের বিহারে রোববার সন্ধ্যায় বজ্রপাতে অন্তত ১০ জনের মৃতু্য হয়েছে। ঔরঙ্গাবাদ, গয়া, কৈমুর, রোহতাস, পশ্চিম চম্পারন জেলায় প্রচন্ড ঝড়-বৃষ্টির মধ্যেই একের পর এক বজ্রপাত হয়। এতে আহত হয়েছেন আরও চারজন। হতাহতদের বেশির ভাগই খোলা জায়গায় ছিলেন। সেই সময় তাদের ওপর বজ্রপাত হয়।
গত ১ এপ্রিল থেকে ২৫ জুলাই পর্যন্ত ভারতে বজ্রপাতে অন্তত ৪২৯ জনের মৃতু্য হয়েছে। ২০২২ সালে এই সংখ্যাটা ছিল ৩০০ জন। ২০২৩ সালে সেই সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃতু্য হয়েছে বিহারে। সংবাদসূত্র : হিন্দুস্তান টাইমস