ভারতে প্রবল বষের্ণ ১১ জনের মৃত্যু

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে গত ২৪ ঘণ্টার প্রচÐ বষের্ণ কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কমর্কতার্রা এ কথা জানিয়েছেন। রাজ্যের কোঝিকোদি, মালাপ্পুরম ও কোল্লাম জেলা থেকে এসব মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের এক দুযোর্গ ব্যবস্থাপনা কমর্কতার্ বলেন, কোল্লামে প্রবল বষের্ণর কারণে তিনজনের মৃত্যু হয়েছে। বষের্ণর কারণে কোঝিকোদি জেলায় দুইজন ও মালাপ্পুরম জেলায় দুইজন মারা গেছেন। এই তিন জেলার পাশাপাশি অন্য পঁাচ জেলায় প্রবল বষর্ণ হয়েছে। দুযোর্গপূণর্ আবহাওয়ার কারণে এসব জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় টিভি চ্যানেলের খবরে বলা হয়, প্রবল বৃষ্টিপাতের কারণে এসব জেলায় ট্রেন ও সড়কপথে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে, আবহাওয়া কমর্কতার্ জানান, পরবতীর্ ২৪ ঘণ্টায় আরও দুযোর্গপূণর্ আবহাওয়া বিরাজ করতে পারে। মঙ্গলবার ও বুধবার আরও বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংবাদসূত্র : সিনহুয়া