যুক্তরাষ্ট্র

গুপ্তচরবৃত্তির অভিযোগে রুশ নারী গ্রেপ্তার

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
মারিয়া বুটিনা
রাজনৈতিক দলে অনুপ্রবেশ করে রাশিয়ার সরকারি গুপ্তচর হিসেবে ষড়যন্ত্রের অভিযোগে ২৯ বছর বয়সী রাশিয়ার এক তরুণীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। গ্রেপ্তার হওয়া রুশ তরুণীর নাম মারিয়া বুটিনা। তিনি রিপাবলিকান পাটির্র সঙ্গে ঘনিষ্ঠ সম্পকর্ গড়ে তুলেছেন এবং অস্ত্র রাখার একজন সমথের্ক পরিণত হয়েছেন। তবে বুটিনার বিরুদ্ধে এই অভিযোগ মাকির্ন নিবার্চনে রুশ হস্তক্ষেপ তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট নয়। অভিযোগ রয়েছে, এই তরুণী রুশ প্রেসিডেন্টের কাযার্লয় ক্রেমলিনের উচ্চপদস্থ কমর্কতাের্দর নিদেের্শ কাজ করতেন। বুটিনার আইনজীবী রবাটর্ ড্রিসকল সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, তার মক্কেল কোনো এজেন্ট নন। তিনি আন্তজাির্তক সম্পকের্র একজন শিক্ষাথীর্। যুক্তরাষ্ট্রের ‘জাস্টিস ডিপাটের্মন্ট’ জানিয়েছে, ওয়াশিংটনে বসবাসকারী বুটিনাকে রোববার গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের শুনানি শেষে কারাগারে পাঠানো হয়েছে। মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বুটিনাকে গ্রেপ্তারের ঘোষণাটি দেয়া হয়। সংবাদসূত্র : বিবিসি