তালেবানের সঙ্গে আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
আফগানিস্তানে চলমান দীঘর্ ১৭ বছরের যুদ্ধের অবসানের জন্য তালেবানগোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে নিযুক্ত মাকির্ন সেনাদের এক সিনিয়র কমান্ডার এ কথা জানিয়েছেন। সংবাদসূত্র: আল-জাজিরা গত কয়েকদিন ধরে সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়টি আলোচিত হচ্ছে। এর মধ্যে সোমবার জেনারেল জন নিকোলসনের এই মন্তব্য ক‚টনৈতিক পদপেক্ষ জোরালো হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর আগে গত মাসে অস্ত্রবিরতির সময় তালেবান কাবুলের রাস্তায় অস্ত্র ছাড়াই চলাফেরা করেছিল। ন্যাটো নেতৃত্বাধীন সহযোগিতা মিশনের প্রধান জন নিকোলসন জানান, ‘যুক্তরাষ্ট্র নিজেদের গুরুত্বপূণর্ ভ‚মিকা রাখার কথা জানে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী পম্পেও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে আলোচনায় প্রস্তুত এবং আন্তজাির্তক শক্তির ভ‚মিকার বিষয় নিয়েও আলোচনা হতে পারে।’ নিকোলসন বলেন, ‘আমরা আশা করি তালেবান নেতারা বিষয়টি অনুধাবন করবেন এবং সেটা শান্তি প্রক্রিয়াকে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন।’ তবে আফগান তালেবান এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানাতে চায়নি। কাতারে অবস্থিত তালেবানের রাজনৈতিক কাযার্লয়ের এক মুখপাত্র সোহাইল শাহিন জানান, তিনি এখনো নিকোলসনের মন্তব্যের বিষয়ে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন। তবে তিনি নতুন এই প্রবণতাকে স্বাগত জানিয়েছেন।