ইসরাইল সীমান্তের পবর্ত পুনরুদ্ধার করেছে সিরীয় বাহিনী

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সিরিয়ার সেনাবাহিনী ও দেশটির মিত্ররা বিদ্রোহীদের কাছ থেকে একটি কৌশলগত পাহাড়ের নিয়ন্ত্রণে নিয়েছে। এটি থেকে ইসরাইলের অধিকৃত গোলান মালভ‚মিকে সহজেই পযের্বক্ষণ করা যাবে। সংবাদসূত্র : রয়টাসর্ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও বিদ্রোহীরা সোমবার বলেছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অবশিষ্ট অংশ বিদ্রোহীদের কাছ থেকে পুনরুদ্ধারে এক অভিযানে পাহাড়টির নিয়ন্ত্রণ নেয়া হয়েছে। সরকারপন্থী সেনাবাহিনী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কানিয়েত্রা প্রদেশের সবের্শষ অংশ দখলে হামলার দ্বিতীয় দিন আল-হারা পবর্তটি পুনরুদ্ধার করেছে। ইসরাইল সীমান্তের এই পাহাড়টি এতদিন বিদ্রোহীদের দখলে ছিল। ইসরাইলের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর প্রতিরক্ষা সম্প্রসারণের অংশ হিসেবে পাহাড়টির চ‚ড়ায় একটি বিমানবিধ্বংসী রাডার বসানো রয়েছে। দেরা প্রদেশের এই সবোর্চ্চ ভ‚মিটি ২০১৪ সালের অক্টোবরে বিদ্রোহীদের হাতে চলে গিয়েছিল। দেরা প্রদেশের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নেয়ার পর ইসরাইলের সীমান্তের কাছাকাছি অভিযানে নামে রাশিয়া ও সিরীয় বাহিনী। দেশটির সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, গোলান সীমান্ত থেকে ১১ কিলোমিটার দূরে কানিয়েত্রা প্রদেশের আল-মাশারা শহর উদ্ধার করেছে তারা। বিদ্রোহীরা জানিয়েছে, রাশিয়া ও সিরিয়ার বিমান কুনিয়েত্রা প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে ব্যাপক বোমা হামলা চালিয়েছে।