নিবার্চনের আগে মুক্তি পাচ্ছেন না নওয়াজ ও মরিয়ম

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
নওয়াজ শরিফ ও মেয়ে মরিয়ম
নিবার্চনের আগে মুক্তির সম্ভাবনা শেষ হয়ে গেল কারাবন্দি পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ এবং মেয়ের জামাই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ সফদারের। সাজার রায় নিয়ে কারাগারে থাকা এই তিনজনের আপিল শুনানি জুলাইয়ের শেষ সপ্তাহ পযর্ন্ত মুলতবি করা হয়েছে। সে কারণেই আগামী ২৫ জুলাই হতে যাওয়া পাকিস্তানের সাধারণ নিবার্চনের আগে তাদের মুক্তির সম্ভাবনা নেই। সংবাদসূত্র : ডন মঙ্গলবার ইসলামাবাদ হাইকোটর্ তাদের করা পৃথক সাতটি আপিলের শুনানি জুলাইয়ের শেষ সপ্তাহ পযর্ন্ত মুলতবি করেছে। আদালতে নওয়াজের পক্ষে করা তিনটি এবং তার মেয়ে ও জামাইয়ের পক্ষে করা দুটি করে আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি মহসিন আখতার কিয়ানি ও বিচারপতি মিয়াংগুল হাসান আওরঙ্গজেবের হাইকোটর্ ডিভিশন বেঞ্চ পরে শুনানি মুলতবি করে। হাইকোটর্ থেকে বলা হয়, যেহেতু সংশ্লিষ্ট বেঞ্চকে নোটিশ দেয়া হয়নি, তাই তাদের আপিল জুলাইয়ে শেষ সপ্তাহ পযর্ন্ত মুলতবি করা হলো। মুলতবির আগে নওয়াজের পক্ষে খাজা হ্যারিস হাইকোটের্ শনানি করেন। তিনি বলেন, ‘অ্যাকাউন্টেবিলিটি কোটর্’ রায়ে নওয়াজের আয় কত এবং তার সম্পত্তির পরিমাণ কত, সে সম্পকের্ কিছু উল্লেখ করেনি। আদালতের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অ্যাভেনফিল্ড অ্যাপাটের্মন্টে নওয়াজের মালিকানা লাভ-সংক্রান্ত কোনো রেকডর্ উপস্থাপন করতে পারেনি। পরে মরিয়ম ও তার স্বামীর পক্ষে আমজাদ পারভেজ শুনানি করেন। তিনি বলেন, ১৭৪ পৃষ্ঠার রায়ে সফদারের কথা শুধু এক জায়গায় উল্লেখ রয়েছে। এরপরও তাকে এক বছরের দÐ দেয়া হয়েছে। শুনানি শেষে আদালত পরবতীর্ শুনানির দিন তদন্ত কমর্কতাের্ক মামলার যাবতীয় তথ্যাদি উপস্থাপনের জন্যও নোটিশ জারি করে। উল্লেখ্য, গত ৬ জুলাই নওয়াজ শরিফকে জ্ঞাত-আয়বহিভ‚র্ত সম্পত্তি অজের্নর দায়ে ১০ বছরের কারাদÐ দেয়। এ ছাড়া তার মেয়ে মরিয়মকে দেয়া হয় সাত বছর কারাদÐ।