ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে পুতিনের দাবি

রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা উদ্যোগ সফল হয়নি

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন
ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অনেক কিছুই ভালো দিকে পরিবতির্ত হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সোমবার মাকির্ন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি। সংবাদসূত্র : স্পুটনিক নিউজ, এএফপি অনলাইন ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর দেয়া ওই সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘আমি মনে করি আপনারাই দেখতে পাচ্ছেন রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা উদ্যোগ সফল হয়নি। তারা কখনো সফল হতে পারবে না।’ সাক্ষাৎকারে পুতিন আন্তজাির্তক নিরাপত্তা ও অথর্নীতিতে রাশিয়ার গুরুত্বপূণর্ ভ‚মিকার কথা তুলে ধরে দাবি করেন, জ্বালানির বাজারে রাশিয়ার অবদান বিশাল। ফলে মস্কোকে বিচ্ছিন্ন বা নিষেধাজ্ঞার আওতায় আনা মুশকিল। পুতিন বলেন, ‘আজকের (সোমবার) বৈঠকে অনেক কিছুই ভালো দিকে পরিবতির্ত হয়েছে। এই বৈঠক ছিল শুরুর পথ, এটা মাত্র শুরু। আজ আমরা ভালোর দিকে যাত্রা শুরু করেছি।’ পারমাণবিক চুক্তির মেয়াদ বাড়াতে রাশিয়া প্রস্তুত রয়েছে জানিয়ে পুতিন বলেন, ২০২১ সালে ‘স্টাটর্ চুক্তি’র মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আমরা কী করব? আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে পুনরায় আশ্বস্ত করে জানিয়েছি, রাশিয়া চুক্তির মেয়াদ বাড়ানোর পক্ষে। কিন্তু আমাদের আমেরিকান অংশীদারদের সঙ্গে কিছু নিদির্ষ্ট বিষয়ে আগে একমত হতে হবে।’ রুশ প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র পুরোপুরি চুক্তিটি অনুসরণ করছে না। কিন্তু বিষয়গুলো দেখার দায়িত্ব বিশেষজ্ঞদের। রাশিয়া যেসব নতুন অস্ত্র মোতায়েন করেছে, সেগুলো এবিএম (ক্ষেপণাস্ত্রবিরোধী) চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করার জন্য। সাক্ষাৎকারে যুক্তরাজ্যে নাভর্ গ্যাস হামলার অভিযোগকেও ভিত্তিহীন বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন ও জজির্য়াকে ন্যাটো নতুন সামরিক মিত্র হিসেবে গ্রহণ করতে পারার বিষয়ে পুতিন বলেন, ‘আমাদের সীমান্তের দিকে ন্যাটোর অবকাঠামো স্থানান্তর করাটা হুমকি। প্রতিক্রিয়া হবে খুব খারাপ।’ উত্তর কোরিয়াকে নিরাপত্তা দিতে প্রস্তুত রাশিয়া ফক্স নিউজকে দেয়া ওই সাক্ষাৎকারে পুতিন উত্তর কোরিয়া নিয়েও কথা বলেন। তিনি জানান, পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে উত্তর কোরিয়াকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে অবদান রাখতে প্রস্তুত রয়েছে রাশিয়া। রাশিয়ার এই নেতা বলেন, হেলসিংকিতে মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক চলাকালে বিষয়টি আলোচনায় আসে। পুতিন বলেন, ‘উত্তর কোরিয়া পরিস্থিতির কীভাবে উন্নতি করা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। ট্রাম্পও উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুর সমাধানের ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ দেখতে চান। এ ক্ষেত্রে আন্তজাির্তক নিশ্চয়তা পেলে রাশিয়া তাদের অবদান রাখতে প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, গত ১২ জুন সিঙ্গাপুরে মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এক ঐতিহাসিক বৈঠক করেন। সেখানে এই দুই রাষ্ট্রপ্রধান একটি যৌথ চুক্তি স্বাক্ষর করেন। এ ক্ষেত্রে ওয়াশিংটনের নিরাপত্তা নিশ্চয়তার বিনিময় কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করার অঙ্গীকার করে পিয়ংইয়ং।