প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
সাত বছরের গৃহযুদ্ধে কংক্রিটের কংকালে পরিণত হয়েছে এক সময়ের সমৃদ্ধ দেশ সিরিয়া। এই যুদ্ধে বহু লোক নিহত হয়েছে। গৃহহারা হয়েছে কয়েক লাখ। এখন অবশ্য বেশির ভাগ জায়গাই পুনরুদ্ধার করেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সমথির্ত বাহিনী। যেমন রাজধানী দামেস্কের কাছে এই ফিলিস্তিনি শরণাথীর্ ক্যাম্পটি এক সময় বিদ্রোহীদের দখলে ছিল। এলাকাটি এখন মুক্ত। তাই ভাঙাচোরা ঘরবাড়ির সামনে একটি পরিত্যক্ত সোফায় বসে সোমবার দুজন ব্যক্তি ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন Ñএপি/ আউটলুক ইনডিয়া